বাংলাদেশ যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বন্ধুরাষ্ট্র

0
73
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি. হাস বলেছেন, বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বন্ধুরাষ্ট্র। উভয় দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক দীর্ঘদিনের বলেও তিনি মন্তব্য করেন। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি. হাস গতকাল সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের উন্নয়নের অংশীদার। বাংলাদেশের উন্নয়ন এখন দৃশ্যমান। ইতোমধ্যে বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটেছে। আগামী দিনগুলোয় বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও বাণিজ্যক সম্পর্ক আরও বৃদ্ধি পাবে। বাণিজ্যমন্ত্রীর সঙ্গে এটি ছিল নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূদের প্রথম সাক্ষাৎ। মন্ত্রীর দফতরে এই সাক্ষাৎপর্বে আরও উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. হাফিজুর রহমান, অতিরিক্ত সচিব (এফটিএ) নূর মো. মাহবুবুল হক, অতিরিক্ত সচিব (রপ্তানি-২) মো. আবদুর রহিম খান প্রমুখ। মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনায় বাণিজ্যমন্ত্রী বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করেন। এ ছাড়া তিনি পোশাক খাতে শ্রমিকের নিরাপত্তায় নেওয়া বিভিন্ন উদ্যোগগুলোও তুলে ধরেন। এ সময় মন্ত্রী বলেন, বাংলাদেশের তৈরি পোশাককর্মীরা এখন নিরাপদ পরিবেশে কাজ করছে। সবুজ কারখানা স্থাপনেও বাংলাদেশ এগিয়ে আছে। তবে স্থানীয়ভাবে তৈরি পোশাকের উৎপাদন খরচ বাড়লেও ক্রেতারা সে তুলনায় মূল্য বাড়ায়নি। বাংলাদেশের তৈরি পোশাকের ন্যায্যমূল্য নিশ্চিত হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী। মার্কিন বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়ে টিপু মুনশি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দেশের গুরুত্বপূর্ণ স্থানে ১০০টি স্পেশাল ইকোনমিক জোন গড়ে তোলার কাজ দ্রুত এগিয়ে চলছে। যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীগণ বাংলাদেশের স্পেশাল ইকোনমিক জোনে বিনিয়োগ করলে লাভবান হবেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here