Daily Gazipur Online

বাংলাদেশ শিশু একাডেমী মৌসুমী প্রতিযোগিতায় রানার্স আপ বিজয়ীদের সনদপত্র প্রদান সংর্বধনা

ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের শিক্ষার্থীরা বাংলাদেশ শিশু একাডেমীর মৌসুমী প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক ও জারি গানে দ্বিতীয় রানার্স আপ বিজয়ীদের সনদপত্র প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান গতকাল বুধবার শহীদ আহসান উল্লাহ মাস্টার একাডেমিক ভবন মিলনায়তনে অধ্যক্ষ মো: ওয়াদুদুর রহমানের সভাপতিত্বে সিনিয়র শিক্ষক সুরুজ্জামান মাস্টারের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে।

সনদপত্র, উত্তোলন, বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব এড. মো: আজমত উল্লা খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি আফজাল হোসেন সরকার রিপন, টঙ্গী প্রেসক্লাবের সভাপতি এম এ হায়দার সরকার, আওয়ামীলীগ নেতা আব্দুল বাছেদ খান, টঙ্গী পৌরসভার সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম, ইসমাইল হোসেন বাবু, বিদ্যালয়ের অভিভাবক ফোরামের যুগ্ম আহবায়ক আজহার উদ্দিন বেপারী, জসিম উদ্দিন দেওয়ান, আওয়ামীলীগ নেতা হারুন অর রশিদ, রাসেদুল ইসলাম, সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের প্রভাতী শাখার সহকারী প্রধান জাহান আরা বেগম, দিবা শাখার সহকারী প্রধান মজিবুর রহমান, কলেজ ইনচার্জ প্রভাষক আব্দুল আলীম, রতন কুমার ঘোষ, গোলজার হোসেন, চৌধুরী আশরাফ আলী, আবুবকর সিদ্দিক, জাকির হোসেন, প্রভাষক জান্নাতুল ফেরদৌস, প্রভাষক রফিকুল ইসলাম, প্রভাষক নিলিমা আক্তার, প্রভাষক খাদিজা আক্তার তামান্না প্রমুখ। আলোচনা সভা শেষে বাংলাদেশ শিশু একাডেমীর মৌসুমী প্রতিযোগিতা ২০১৯ রানার্স আপ বিজয়ীদের সনদপত্র প্রদান সংবর্ধনা অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।