Daily Gazipur Online

বাংলাদেশ হিন্দু আইনজীবী পরিষদের মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) : আজ ০৭ মার্চ, শুক্রবার ভারতের পশ্চিম বঙ্গে নির্বাচন পরবর্তি সহিংসতায় হত্যা, ধর্ষন, মন্দির ভাংচুর, লুটপাট, অগ্নি-সংযোগ-এর প্রতিবাদে এবং তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ হিন্দু আইনজীবী পরিষদের উদ্যেগে এক মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। উক্ত বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে এডভোকেট সুমন কুমার রায়-এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু পরিষদ-এর সভাপতি দিপংকর সিকদার দিপু, সাধারন সম্পাদক সাজন কুমার মিশ্র, সহ-সভাপতি উৎপল দাস, বিপ্লব ভট্রাচার্য্য, অশোকধর, বিপুলবার, অষ্টমরায়, সুমন দে, সঞ্জয় দেবনাথ, নমিতা বিশ^াস, বিপ্লব মিস্ত্রি, মালা বিশ^াস, এডভোকেট সঞ্জয় কুমার দূর্জয়, এডভোকেট বাসুদেব গুহ, হরিনাথ সুত্রধর, শ্যামল দাস, ইঞ্জিঃ উত্তম সাহা, যুব পরিষদের গোপাল কর্মকার, অমিত ভৌমিক, সুমন মল্লিক, অমিত বর্মন, মনিষবালা, বিলাস, পিনাক, রাজ, মিন্টু দাস, নিলয়, অয়ন, উজ্জ্বল, শুভ প্রমুখ।
উক্ত সমাবেশে দিপংকর সিকদার দিপু ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তি সহিংসতায় হত্যা, ধর্ষন, মন্দির ভাংচুর, লুটপাট, অগ্নি-সংযোগকারীদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির জোর দাবি জানান এবং তিস্তার নদীর পানি ন্যায্য হিস্যার দ্রুত বাস্তবায়ন করার জন্য ভারতের প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানান।
সাজন কুমার মিশ্র বলেন পশ্চিমবঙ্গের মুখ্যেমন্ত্রীর বিরোধীতার কারনে তিস্তার পানি ন্যার্য্য হিস্যা আমরা পাচ্ছিনা, অনতিবিলম্বে তিস্তার নদীর পানির ন্যার্য্য হিস্যা না দিলে, বাংলাদেশস্থ ভারতীয় দুতাবাস ঘেরাও কর্মসূচী ঘোষনা করা হবে এবং অতিসত্ত্বর পশ্চিমবঙ্গের নির্বাচন পরবর্তী সহিংসতা বন্ধ না হলে মুখ্যমন্ত্রীর পদ থেকে মমতা বন্দোপাধ্যায়কে পদত্যগ করার উদাত্ত আহবান জানান।
সমাবেশে মানববন্ধনের শেষে পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এর প্রতিকী কূশপুত্তলিকা দাহ করা হয়।
উক্ত সমাবেশের সভাপতি এডভোকেট সুমন কুমার রায় তার সমাপনী বক্তৃতায় ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তি সহিংসতায় হত্যা, ধর্ষন, মন্দির ভাংচুর, লুটপাট, অগ্নি-সংযোগকারীদের দ্রুত গ্রেপ্তার ও কঠোরশাস্তির জোর দাবি জানান এবং তিস্তার নদীর পানি ন্যায্য হিস্যার দ্রুত বাস্তবায়ন করার জন্য ভারতের প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানান এবং অতিবিলম্বে এই হত্যা ও লুটপাট বন্ধ না হলে পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন জারির উদাত্ত আহবান জানান।
সেই সাথে বাংলাদেশের হবিগঞ্জ জেলায় ২০০শত বছরের মন্দির দখল, সাংবাদিক সুশান্ত সাহার উপর হামলা, সুনামগঞ্জের ব্যাংক কর্মকর্তা বিকাশ রঞ্জন সাহা এর উপর হামলা, ভুমি দখল ও মিথ্যা মামলাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে মঠ-মন্দির ভাংচুর, শ^শান ও জমি দখল, জোরপূর্বক ধর্মান্তরের তীব্র নিন্দা এবং আওয়ামীলীগের নির্বাচনী ইশতেহারে ঘোষিত সংখ্যালঘু সু-রক্ষা আইন বাস্তবায়ন করতে আইনমন্ত্রীর ও মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আর্কষণ করেন।