মোঃ বায়েজীদ হোসেনঃ গাজীপুরে ৬দফা দাবী দ্রুত বাস্তবায়নের দাবীতে বাংলাদেশ হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন গাজীপুর জেলা শাখা মানব বন্ধন কর্মসূচী পালন করে।
নিয়োগ বিধি সংশোধন পূর্বক স্নাতক (বিজ্ঞান) সংযুক্ত করে ১৪তম গ্রেট প্রদান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নত করন, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানসহ ৬দফা দাবী দ্রুত বাস্তবায়নের দাবীতে আজ ৮জুলাই মঙ্গলবার গাজীপুর সিভিল সার্জন কার্যালয়ের সামনে এই মানব বন্ধন কর্মসূচী পালন করেন বাংলাদেশ হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন গাজীপুর জেলা শাখা। এসময় সংগঠনের সভাপতি, সাধারন সম্পাদক সহ নেতৃবৃন্দরা তাদের বক্তব্যে বলেন দাবী দ্রুত বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচী গ্রহন করবেন তারা। অবস্থান কর্মসূচীতে জেলার সকল উপজেলার স্বাস্থ্য সহকারীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন গাজীপুর জেলা শাখার অবস্থান কর্মসূচী পালিত
