Daily Gazipur Online

বাগদান সম্পন্ন করলেন নায়িকা জলি

ডেইলি গাজীপুর বিনোদন: বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন চিত্রনায়িকা জলি। তার আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাগদান সম্পন্ন হয়েছে তার। এমনটিই জানালেন এ পর্দাকন্যা। তিনি গতকাল বলেন, পারিবারিকভাবে বাগদান সম্পন্ন হয়েছে। আমার বরের নাম আরাফাত। পারিবারিকভাবেই পরিচয় আমাদের। বৃহস্পতিবার সন্ধ্যায় বাগদান সম্পন্ন হয়েছে অর্থাৎ আংটি বদলের কাজটি সেরে ফেলেছি। আরাফাত একজন ব্যবসায়ী। ঈদের পর বিয়ের অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে। তবে শ্বশুরবাড়ি এখনই যাচ্ছি না। আরো কিছুদিন শোবিজে কাজ করতে চাই। ইচ্ছে আছে পাঁচ বছর পর শ্বশুরবাড়িতে যাব। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া থেকে ‘অঙ্গার’ ছবি দিয়ে বড় পর্দায় জলি ক্যারিয়ার শুরু করেন। এ ছবির পর ‘নিয়তি’, ‘মেয়েটি এখন কোথায় যাবে’ নামের আরো দুটি ছবিতে অভিনয় করেন তিনি। চলচ্চিত্রের পর জলিকে ওয়েব সিরিজ ও বিজ্ঞাপনে কাজ করতে দেখা গেছে। সবশেষ অনন্য মামুনের ওয়েব সিরিজ ‘ফোনএক্স’-এ অভিনয় করেন তিনি। প্রযোজনা প্রতিষ্ঠান ইনোভেট সলিউশনের ব্যানারে এটি প্রচার হয়। সামনে জলির ‘অফিসার রিটার্নস’ নামে একটি ছবির কাজ শুরু করার কথা রয়েছে। এরইমধ্যে এ ছবির মহরতও অনুষ্ঠিত হয়েছে। ছবিটি পরিচালনা করবেন বন্ধন বিশ্বাস। এতে তার বিপরীতে নিরব অভিনয় করবেন।