

- টঙ্গীতে তিন দিনব্যাপী বিজয় উৎসব আজ শুরু
ডেইলি গাজীপুর প্রতিবেদক : আজ ১৬ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) নতমস্তকে আত্মসমপর্ণ করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী।
আজ বাঙালি জাতির গৌরবের দিন। বিশ্ব মানচিত্রে লাল-সবুজের পতাকার স্থান পাওয়ার দিন। যেসব বীর সন্তানের প্রাণের বিনিময়ে এই পতাকা ও মানচিত্র এসেছে, তাঁদের শ্রদ্ধা জানানোর মাধ্যমেই এই দিবসের মহিমা প্রকাশ পাবে আজ।
এবার বিজয়ের ৫০তম বার্ষিকী, অর্থাৎ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীও এই বছর। সব মিলিয়ে এবারের বিজয়ের উদযাপনে ভিন্নমাত্রা যোগ হয়েছে। তবে, করোনা পরিস্থিতির কারণে এবার মহান বিজয় দিবস পালনে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা রয়েছে।
দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যে লড়াইয়ে লাখো প্রাণের বিনিময়ে ১৯৭১ সালের আজকের দিনে অর্জিত হয় আমাদের স্বাধীনতা; জাতি আজ গভীর শ্রদ্ধা আর ভালোবাসার সঙ্গে স্মরণ করবে সেই শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীন বাংলাদেশ। স্মরণ করবে সেইসব বীর সেনাদেরকে, যারা শোষণ-বঞ্চনার অবসান ঘটিয়ে অনাগত ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি দেশ উপহার দিয়েছেন।
যেসব নর-নারীর সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমরা আজ স্বাধীন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সম্মান জানানো হবে।
বিজয় দিবস উপলক্ষে বুধবার (১৫ ডিসেম্বর) থেকেই রাজধানীসহ সারা দেশে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে গুরুত্বপূর্ণ সড়ক, সড়কদ্বীপ ও মোড় আলোকসজ্জিত করা হয়েছে। আজ (বৃহস্পতিবার) সকালে জাতীয় পতাকা শোভা পাবে আঙিনায়।
বুধবার থেকেই ঢাকার অলিগলিতে মাইকে বাজতে শোনা যায় বঙ্গবন্ধুর রেকর্ড করা ভাষণ ও মুক্তির গান। ১৬ ডিসেম্বর প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে সূচনা হবে দিবসটির।
বিজয় দিবস উপলক্ষে আজ সরকারি ছুটি। দিবসের তাৎপর্য তুলে ধরে সংবাদপত্রে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হয়েছে। সরকারি–বেসরকারি টেলিভিশন ও রেডিওতে মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন অনুষ্ঠানমালা প্রচার করছে।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আলাদা বাণী দিয়েছেন। সেই বাণীতে তারা বিজয়ের শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে।
টঙ্গীতে তিন দিনব্যাপী বিজয় উৎসব আজ শুরু
“পঞ্চাশে প্রত্যয়, মুক্তিযুদ্ধের চেতনার হবে জয়” এ স্লোগানকে সামনে রেখে সম্মিলিত সাংস্কৃতিক জোট, টঙ্গী স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে তিন দিনব্যাপী বিজয় উৎসবের আয়োজন করেছে। আগামী ১৬ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত টংগীর সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ মাঠে এ বিজয় উৎসব উদযাপন করা হবে।
সম্মিলিত সাংস্কৃতিক জোট, টঙ্গীর সভাপতি এড. শওকত আলীর সভাপতিত্বে ১৬ ডিসেম্বর উৎসবের উদ্বোধনী দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য বেগম শামসুন্নাহার ভূঁইয়া। জোটের সভাপতি মন্ডলীর সদস্য নিজাম উদ্দিনের সভাপতিত্বে দ্বিতীয় দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি ও টংগী পৌরসভার সাবেক মেয়র এড. আজমত উল্লা খান। সভাপতি মন্ডলীর সদস্য শেকানুল ইসলাম শাহীর সভাপতিত্বে ১৮ ডিসেম্বর উৎসবের সমাপনী দিন প্রধান অতিথি হিসেবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মো: জাহিদ আহসান রাসেল এমপি এবং বিশেষ অতিথি হিসেবে গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মো. আসাদুর রহমান কিরণ উপস্থিত থাকবেন। সম্মিলিত সাংস্কৃতিক জোট, টংগী এর সাধারণ সম্পাদক সৈয়দ আতিক জানান আমাদের জাতীয় জীবনে সবচেয়ে বড় অর্জন হচ্ছে স্বাধীনতা, গৌরবোজ্জ্বল এ স্বাধীনতার ৫০ বছরকে স্মরণীয় করে রাখতে আমরা টংগী জোট ৩ দিনব্যাপী বিজয় উৎসবের আয়োজন করতে যাচ্ছি। উৎসব মঞ্চে প্রতিদিন মহান মুক্তিযুদ্ধের আলোচনা ও স্মৃতিচারণে অংশ গ্রহন করবেন বিশিষ্ট ব্যাক্তিবর্গ ও বীর মুক্তিযোদ্ধাগণ। এছাড়া প্রতিদিন আলোচনা অনুষ্ঠানের আগে ও পরে জোটভুক্ত সংগঠনগুলো নাটক, আবৃত্তি, সংগীত ও নৃত্যসহ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে। দীর্ঘদিন পর এই বিজয় উৎসব উপলক্ষে টংগীর সাংস্কৃতিক অঙ্গন ও শিল্পীদের মাঝে এক অন্যরকম প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।
বিজয় দিবসে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কর্মসূচি
মহান বিজয় দিবস ২০২১ উপলক্ষে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের উদ্যোগে ১৬ ডিসেম্বর বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর নেতৃত্বে ১৬ ডিসেম্বর সকাল ৮টায় সাভারস্থ জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হবে। এরপর জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে সমাবেশ ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় ৩২ ধানমন্ডিস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন ও শ্রদ্ধা নিবেদন করা হবে।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পরিচালনাধীন মুজিববর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিকেল ৪টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শপথ অনুষ্ঠানে অংশ গ্রহণ।
সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম তালুকদার সংশ্লিষ্ট সকলকে যথা সময়ে অংশগ্রহণ করার জন্যে অনুরোধ জানিয়েছেন।
