
ডেইলি গাজীপুর প্রতিবেদক: প্রধানমন্ত্রীর নির্দেশে আসন্ন বাজেটে প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বৃহস্পতিবার দুপুর ১২টায় গুলশানের স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক জাতীয় বাজেট ২০১৯-২০’ বিষয়ক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী বলেন, যত প্রতিবন্ধী ব্যক্তি আছেন, যাদের সহযোগিতা প্রয়োজন, তাদের সবাইকে ভাতার আওতায় আনা হবে। এটাই আমাদের রাজনৈতিক ঘোষণা ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অঙ্গীকার। এম এ মান্নান বলেন, প্রধানমন্ত্রী এবং তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের উদ্যোগে প্রতিবন্ধীদের উন্নয়েন অনেক কাজ হচ্ছে। আমাদের সকলকেই প্রতিবন্ধীদের পাশে দাঁড়াতে হবে। অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলে প্রতিবন্ধীদের ভাতা যেন সহজেই তাদের কাছে পৌঁছে যায়, সে ব্যবস্থা করবেন বলেও প্রতিশ্রæতি দেন পরিকল্পনামন্ত্রী মান্নান। সভায় বিশেষ অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন বলেন, আমাদের প্রধানমন্ত্রী প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি যথেষ্ট আন্তরিক। স্থায়ী কমিটিতে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি চাকরিতে বিশেষভাবে নিয়োগের প্রস্তাব আমরা নিয়েছি। অনুষ্ঠানের মুক্ত আলোচনায় অংশ নিয়ে সারাদেশ থেকে আসা প্রতিবন্ধী ব্যক্তি ও প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থাগুলো তাদের বিভিন্ন দাবির কথা জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাকসেস বাংলাদেশের সভাপতি সিএম তোফায়েল সানি ও সঞ্চালনা করেন এডিডি ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর শফিকুল ইসলাম।
