Daily Gazipur Online

বাড্ডায় নবজাগরন সামাজিক উন্নয়ন সংস্থা’র উদ্যোগে শর্ট পিচ্ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

জাহাঙ্গীর আকন্দ ঃ ঢাকার পূর্ব বাড্ডার বৈঠাখালি আলিফ নগর এলাকায় গতকাল শুক্রবার সন্ধ্যায় নবজাগরন সামাজিক উন্নয়ন সংস্থা’র উদ্যোগে শর্ট পিচ্ ক্রিকেট টুর্নামেন্ট প্রতিযোগিতা খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অংশগ্রহন কারি বৈঠাখালী তরুন সংঘ ও ট্রেন মাস্টার্স বাড্ডা মধ্যে হাড্ডাহাড্ডী লড়াইয়ের ১০ উইকেটের ব্যবধানে বৈঠাখালী তরুন সংঘ জয়লাফ করেন।
তেজগাঁও কলেজের সাবেক এ.জি.এস মহিউদ্দিন রুমির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জিদান এগ্রো ফিশারিজ ও জিহাদ মৎস প্রকল্প লিঃ এর ব্যবস্থপনা পরিচালক এম আলমগীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, ইমরান হোসাইন, বাংলাদেশ মানবাধিকার কমিশন ঢাকা মহানগর দক্ষিনের যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির চৌধুরী, বাংলাদেশ মানবাধিকার কমিশন ঢাকা মহানগর দক্ষিনের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসাইন, প্রমুখ। প্রতিযোগিতা খেলায় সার্বিক সহযোগিতা করেন ডলফিন ফুডপ্রডাক্ট এর চেয়ারম্যান আল আমিন হোসেন।
বক্তরা বলেন, খেলাধুলা মধ্যে থাকলে মাদকের ভয়ালথাবা থেকে তারুণ্যের উদ্ভাসিত কিশোররা দূরে থাকবে বলে মন্তব্য করেন প্রধান অতিথি।