Daily Gazipur Online

বান্দরবানে ঈদুল ফিতর উদযাপিত

রিমন পালিত,বান্দরবান প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদাও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বান্দরবানে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।
সকাল সাড়ে ৮টায় ঈদের প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হয় বান্দরবান কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। এসময় শহরের কয়েক হাজার মুসল্লি একইসাথে মিলিত হয়ে ঈদের জামাতে নামাজ আদায় করেন।
নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনাও আল্লাহ্র সন্তুষ্টি লাভের আশায় মোনাজাতে অংশ নেন ধর্মপ্রান মুসল্লিরা।
এসময় জামাত পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আলাউদ্দিন ইমামী।
ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় স্থানীয় বাজার শাহে জামে মসজিদে সকাল ৯ টায়। এছাড়া ও বিভিন্ন সময়ে বান্দরবানের বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্টিত হয় ।
এদিকে জেলায় কয়েকদিনের টানা বৃষ্টি ও বর্ষন শেষে পবিত্র রমজান মাস শেষে ঈদের আনন্দে মিলিত হতে পেরে খুশি ধর্মপ্রান মুসলিম সম্প্রদায়ের বাসিন্দারা।