বান্দরবানে ঝুকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদে সরিয়ে নিতে প্রশাসনের মাইকিং ও অভিযান

0
239
728×90 Banner

রিমন পালিত, বান্দরবান প্রতিনিধি: টানা তিন দিনের প্রবল বর্ষনের ফলে বান্দরবানে পাহাড়ী ঢলে সৃষ্ট বন্যা ও পাহাড় ধ্বসের আশংকা দেখা দিয়েছে। দূর্ঘটনা এড়াতে জেলা ও উপজেলার বিভিন্ন এলাকায় ঝুকিপূর্ণ বসবাসকারীদের সচেতনতা সৃষ্টি ও নিরাপদে সরে যাওয়ার জন্য প্রশাসনের আজ সোমবার জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়েছে। জেলা শহরের ইসলাম পুর,হাফেজ ঘোনা,লাঙ্গী পাড়াসহ পৌর এলাকায় অভিযান পরিচালনা করেন।এসময় সদর উপজেলার চেয়ারম্যান একেএম জাঙ্গাহীর,সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নোমান হোসেনসহ প্রশাসনের কর্মকর্তা এবং ফায়ার সার্ভিসের সদস্যরা সাথে ছিলেন।

এদিকে জেলা প্রশাসক দাউদুল ইসলাম জানিয়েছেন,জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যা পরিস্থিতি মোকাবেলার সকল ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। জেলার সাতটি উপজেলায় ১২৬টি সরকারী বিদ্যালয়কে আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষনা করা হয়েছে।ক্ষয়ক্ষতি মোকাবেলায় প্রশাসন তৎপর রয়েছে। জেলাপ্রশাসনের ত্রাণ শাখায় খোলা হয়েছে মনিটরিং সেল এবং ২৪ ঘন্টা খোলা থাকবে।জেলার ৭টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় জন প্রতিনিধিদের নিদের্শ দেয়া হয়েছে যে,যারা ঝুকিপুর্ণ ভাবে এখনো বসবাস করছে তাদেরকে দ্রততম সময়ে সরিয়ে নেয়ার জন্য।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here