বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোডের শিক্ষা বৃত্তি প্রদান

0
242
728×90 Banner

রিমন পালিত, বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোডের ২০১৭ – ২০১৮ সালের ছাএ ছাএীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে । ২৫ এপ্রিল বৃহস্পতিবার সকালে অরুন সারকী টাউন হল প্রাঙ্গনে এই শিক্ষা বৃত্তি প্রদান করা হয় । পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোডের ভাইস চেয়ারম্যান শাহিনুল ইসলামের সভাপতিত্বে শিক্ষা বৃত্তি অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং । এই সময় আরো অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার , বান্দরবান সরকারী কলেজের অধ্যক্ষ মকসুদুল আমীন সহ আরো অনেকে । এই বছর পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোডের অধিনে কলেজ পর্যায়ে ৩১৫ জন শিক্ষার্এীদের মঝে ২২০৫০০০.০০ টাকা এবং বিশ^বিদ্যালয় পর্যায়ের ৮১৭ জন শিক্ষার্এীদের মাঝে ৪১৭০০০০.০০ টাকা এবং সর্ম্পুন্ন বান্দরবান জেলার ছাএ ছাএীদের ৭৩২ জনের মাঝে ৬৩৭৫০০০.০০ টাকা প্রদান করা হয় । এছাড়া বান্দরবান ,রাঙ্গামাটি,খাগড়াছড়ি জেলার সর্বমোট ২, ২২২ জন শিক্ষার্এীদের মাঝে ১, ৯৩ , ৩৪, ০০০.০০ টাকা প্রদান করা হয় । অনুষ্টানে প্রধান অতিথি বলেন এই বৃত্তির টাকা ছেলে মেয়েদের পড়া লেখার ক্ষেএে অনেক উপকারে আসবে ,যা তাদের শিক্ষা ক্ষেএে অগ্রর্নী ভূর্মিকা পালন করবে । তাই অতিথিরা সকল শিক্ষার্এীকে মন দিয়ে পড়া শুনা করে দেশের হাল ধরার জন্য আহব্বান জানান ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here