Daily Gazipur Online

বান্দরবানে বিড়ির মূল্য বৃদ্ধি না করার দাবীতে বিড়ি ধুমপায়ীদের মানববন্ধন ও স্বারকলিপি প্রদান

রিমন পালিতঃ বান্দরবান প্রতিনিধিঃ বিড়ির মূল্য বৃদ্ধি না করার দাবী জানিয়ে বিড়ি ধুমপায়ী শ্রমিকরা বান্দরবান মানববন্ধন করেছে। আজ সোমবার বান্দরবান-৩০০ আসনের সাংসদ সদস্য পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব বীর বাহাদুর বাড়ির সামনে বিকাল ৩টা থেকে ঘন্টাব্যপী কর্মসূচির আয়োজন করে।
বান্দরবানে বিড়ি ভোক্তা পক্ষ নামক সংগঠনের ব্যানারে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন প্রতিষ্ঠানের কয়েক শত শ্রমিক অংশ নেই। ভোক্তা পক্ষের সভাপতি এসএম মোস্তাকিন জনির সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন,সাংঘঠনিক সম্পাদক রেমং মার্মা সহ আরো ভোক্তা সদস্য, বক্তারা জানান, তারা খেটে খাওয়া শ্রমিক। দিন এনে দিন খায়। বিড়ির মূল্য বৃদ্ধি করলে তাদের আর্থিক সমস্যা হবে। এ সময় তারা বিড়ির মূল্য বৃদ্ধি করে এ শিল্পকে ধংস না করে। এটাকে কুটির শিল্প হিসেবে ঘোষণা দেয়ারও দাবী জানান। পরে তারা সাংসদ সদস্য পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীর বাহাদুর বরাবরে স্বারকলিপি প্রদান করে।