
মোঃ বায়েজীদ হোসেন : বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর পোস্টহারভেস্ট টেকনোলজি বিভাগ ও নিউভিশন সল্যুশন লিমিটেড এর উদ্যোগে কৃষি গবেষণা ফাউন্ডেশন (কেজিএফ) এর অর্থায়নে “কাঁঠালের সংগ্রহোত্তর ব্যবস্থাপনা, প্রক্রিয়াজাতকরণ এবং বিপণন” শীর্ষক প্রকল্পের ইনসেপশন কর্মশালা আজ ২১ আগস্ট বুধবার ইনস্টিটিউটের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার মঞ্চে উপবিস্ট আছেন (বাম থেকে) পোস্টহারভেস্ট টেকনোলজি বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মিয়ারুদ্দীন, বাংলাদেশ এগ্রো প্রসেসরস্ এসোসিয়েশনের সভাপতি এ এফ এম ফখরুল ইসলাম মুন্সী, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ উইং) জেবুন নেছা, পরিচালক (গবেষণা) ড. মো. আব্দুল ওহাব, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) মো. হাবিবুর রহমান শেখ।
