Daily Gazipur Online

বার্ডোর উদ্যোগে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদা ছড়ি বিতরণ

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৫নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে ব্লাইড এডুকেশন এন্ড রেহেবিলিটেশন ডেভেলপমেন্ট অগ্রানাইজেশন (বার্ডোর) উদ্যোগে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদা ছড়ি বিতরণ অনুষ্ঠান বুধবার বোর্ড বাজার কাউন্সিলর কার্যালয়ে বার্ডোর সিডিআরপি কর্মকর্তা কামরুন্নাহার মীরার সভাপতিত্বে এবং বার্ডোর সি এম আক্তার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদা ছড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মন্ডল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তুরাগ আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নূর মোহাম্মদ, কাউন্সিলর সচিব আবু সাইদ, মো: রিপন মিয়া, মানবাধিকার কর্মী জাহাঙ্গীর আলম, প্রতিবন্ধী সাইফুল ইসলাম সোহাগ, বাবুল মিয়া, সাইফুল ইসলাম, নজরুল ইসলাম, ফরিদা বেগম প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি আব্দুল্লাহ আল মামুন মন্ডল বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, প্রতিবন্ধীদের সামাজিক কর্মকান্ডে সহযোগিতা করা, গাজীপুর সিটি কর্পোরেশন থেকে বরাদ্দকৃত বাজেট থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন খাতে ব্যয় করা, প্রতিবন্ধী ব্যক্তিদের একটি তালিকা প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলরদের সংরক্ষিত রাখা, সকল কমিটিতে ১জনকে প্রতিবন্ধী ব্যক্তি অন্তর্ভুক্ত করা, সামাজিক নিরাপত্তা ২০জন প্রতিবন্ধী ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা, প্রতিবন্ধী ব্যক্তিদের যোগ্যতা অনুযায়ী বিভিন্ন প্রতিষ্ঠানে ৫জন প্রতিবন্ধী ব্যক্তিকে বিভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা করা, স্থানীয় সম্পদ থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের সহযোগিতা করা, প্রতিবন্ধী ব্যক্তিদের চাকুরীর জন্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মকর্তাদের সুপারিশ করা, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিভিন্ন সহায়তা উপকরণ ব্যবস্থা করা, প্রতিবন্ধী ব্যক্তিদের চিকিৎসা ও আয়বৃদ্ধি মূলক কাজের জন্য আর্থিক অনুদান প্রদান করা, প্রতিবন্ধী ব্যক্তিদের সু-চিকিৎসার জন্য সাপ্তাহিক বিনামূল্যে ডাক্তার দেখানো ব্যবস্থা করা, প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশগমাতা নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছেন।