বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৬০, বেশিরভাগেরই অবস্থা গুরুতর

0
67
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ৬০ জনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে নেওয়া হয়েছে।
সোমবার (২১ জুলাই) দুপুরের দিকে একে একে তাদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, উত্তরায় দুর্ঘটনায় এ পর্যন্ত ৬০ জন রোগী বার্ন ইনস্টিটিউটে এসেছে। বেশিরভাগ রোগীর শারীরিক অবস্থা গুরুতর। সবার চিকিৎসা চলছে। এছাড়া একজনের মরদেহ সরাসরি হাসপাতালে আনা হয়েছে।
এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়েছে। বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here