Daily Gazipur Online

বাসচাপায় পোশাকশ্রমিক নিহত, বিক্ষুব্ধ জনতার গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

ডেইলি গাজীপুর প্রতিবেদক :গাজীপুরের টঙ্গীতে বাসচাপায় হালিমা (৩০) নামের এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে টঙ্গীর গাজীপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর, টায়ারে অগ্নিসংযোগ করেছে। হালিমা কুড়িগ্রামের নাগেশ্বর কাচারী পোড়াডাঙ্গা গ্রামের আব্দুল হাইয়ের মেয়ে। হালিমা টঙ্গীর গাজীপুরা এলাকায় একটি ভাড়া বাসায় স্বামী মকবুল হোসেনের সঙ্গে বাস করতেন।
শ্রমিকরা জানায়, হালিমা স্থানীয় গাজীপুরা এলাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন। শুক্রবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় ময়মনসিংহগামী লেনের পাশ দিয়ে হাঁটছিলেন ওই নারী। এ সময় একটি বাস পেছন দিক থেকে তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এতে আশপাশের লোকজন বিক্ষুব্ধ হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয়পাশ অবরোধ করে বিক্ষোভ করতে থাকে।
এ সময় বিক্ষুব্ধ জনতা বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর, টায়ারে আগুন দেয়। প্রায় দেড় ঘণ্টা যাবৎ যানচলাচল বন্ধ থাকায় মহাসড়কে কয়েক কিলোমিটার জুড়ে তীব্র যানজট দেখা দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. সাখাওয়াত হোসেন বলেন, উদ্ধারকৃত লাশটি ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার রাত ১১টায় যানচলাচল স্বাভাবিক হয়েছে।