Daily Gazipur Online

বাসে ভয়াবহ অগ্নিকান্ডে পেরুতে নিহত ২০

ডেইলি গাজীপুর আর্ন্তজাতিক: পেরুর পরিবহন টার্মিনালে রবিবার রাতে একটি বাসে ভয়াবহ অগ্নিকাÐে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরো অনেকে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।খবর এএফপি’র।
লিমার উত্তরাঞ্চলীয় সান মার্টিন ডি পোরেস জেলায় ফিওরি টার্মিনালে এ দুর্ঘটনা ঘটে।
প্রাথমিক প্রতিবেদনে বলা হচ্ছে, বৈদ্যুতিক ত্রুটির কারণে গাড়িটিতে আগুন ধরে যায়।
দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, বাসটি একটি স্টপে থামলে এতে আকস্মিক আগুন লেগে যায়। ওই সময় বাসটিতে অনেক যাত্রী ছিল। তবে ঠিক কতজন যাত্রী ছিল সে সম্পর্কে কিছু জানায়নি দেশটির কর্তৃপক্ষ।
দমকল বিভাগের কর্মকর্তা লিউস মেজিয়া বলেন, ‘এই অগ্নিকান্ডে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে।’