বিআরডিবি’র কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সভা ও স্মারকলিপি প্রদান

0
241
728×90 Banner

আর কে আকাশ: পাবনায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডকে (বিআরডিবি) ‘বঙ্গবন্ধু পল্লী উন্নয়ন অধিদপ্তর’ হিসেবে রূপান্তরসহ সাত দফা দাবিতে বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান কর্মসূচি পালন করেছে। বুধবার জেলা বিআরডিবি কার্যালয়ে বেলা ১০টা থেকে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
এসময় বিআরডিবি কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন জেলা শ্রমিক লীগের সভাপতি মো. ফুরকান আলী।
বিআরডিবি কর্মচারী সংসদ (সিবিএ) জেলা কমিটির সভাপতি মো. রুহুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সঞ্জিব সেনের পরিচালনায় আরও বক্তব্য রাখেন, বিআরডিবি পাবনার উপ-পরিচালক মুহাম্মদ জহিরুল হক খান, কার্যকরী সভাপতি বাদশা আলম, সহ-সভাপতি শহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক শামছুল হক, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, দপ্তর সম্পাদক রোকনুজ্জামান, প্রচার সম্পাদক সরোয়ার হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক রুস্তম আলী, রবিউল ইসলাম, শাহ আলম, রওশন আলী, ফরহাদ আলী, রফিকুল ইসলাম প্রমূখ।
এসময় বক্তারা বলেন অবিলম্বে বিআরডিবির বাস্তবায়নাধীন ১৫টি প্রকল্পকে ‘বঙ্গবন্ধু পল্লী উন্নয়ন অধিদপ্তর’ রূপান্তরের পরিবর্তে ‘বঙ্গবন্ধু দারিদ্র্য দূরীকরণ ফাউন্ডেশন’ গঠন বাতিল, সকল কর্মকর্তা-কর্মচারীকে রাজস্ব খাতের অন্তর্ভুক্তকরণ করতে হবে। না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচী দেয়া হবে।
কর্মসূচি শেষে কর্মকর্তা-কর্মচারীরা জেলা প্রশাসন কার্যালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here