Daily Gazipur Online

বিআরপিএস মিউজিক্যাল ব্যান্ডের যাত্রা শুরু

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ): রেলওয়ের সাংস্কৃতিক ঐতিহ্য ফিরিয়ে আনতে, রেলওয়ের শ্রমিক—কর্মচারী ও পোষ্যদের অধিকার প্রতিষ্ঠার কথাগুলো মৌলিক মধ্য দিয়ে তুলে ধরা এবং বিদেশী সংস্কৃতির আগ্রাসন থেকে দেশীয় সংস্কৃতি রক্ষা করার জন্য দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান সঙ্গীত, নৃত্য, নাট্য শিল্পী খুঁজে বের করে তাদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতির মূল শিকড় তুলে ধরা, সংস্থার কল্যাণে সময়—সময় চ্যারিটি শো, গান ও নৃত্যের স্টেজ প্রোগ্রাম, টেলিভিশন বিনোদন ম্যাগাজিন এর আয়োজন ও পরিবেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো বিআরপিএস কেন্দ্রীয় সাংস্কৃতিক কমিটি।
আজ ১৪ নভেম্বর ২০২১ রোববার কেন্দ্রীয় কার্য্যনির্বাহী পরিষদের সভায় সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সর্ব—সম্মতিক্রমে এবং বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ মনিরুজ্জামান মনিরের নির্দেশনক্রমে সংগঠনের গঠনতন্ত্রের ৩০ ধারার ক, খ এবং গ অনুযায়ী ১৩ সদস্য বিশিষ্ট বিআরপিএস কেন্দ্রীয় সাংস্কৃতিক কমিটি আগামী ২ (দুই) বছরের জন্য অনুমোদন দেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম।
১৩ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যরা হলেন সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির, সহ—সভাপতি এ্যাড. ইসমত আরা বেগম, মোঃ সাইদুজ্জামান শিপন, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম খান, সহ—সাধারণ সম্পাদক প্রসূন কুমার দাস (উৎস), অর্থ সম্পাদক শেখ মামুন সরোয়ার (নিটু), সাংগঠনিক সম্পাদক মোঃ ইমরান মন্ডল, দপ্তর সম্পাদক রোকসানা পারভীন, প্রচার সম্পাদক মোঃ জনি তালুকদার, কার্য্যনির্বাহী সদস্য মোঃ সামাদুল আলম পিন্টু, অর্পিতা রানী দাস (উপমা), আসফি সরকার (তুবা) ও শ্রাবণী রায়।