বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে টঙ্গী পূর্ব থানা বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা

0
386
728×90 Banner

ডেইলি গাজিপুর প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরের টঙ্গী পূর্ব থানা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে। বৃহস্পতিবার বিকেল চারটার দিকে টঙ্গীর মিলগেট এলাকা থেকে শোভাযাত্রা শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে কলেজগেট এলাকায় গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় টঙ্গী ও আশপাশের বিভিন্ন এলাকার হাজারো নেতাকর্মী অংশ নেন। দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মহাসড়ক এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন টঙ্গী পূর্ব বিএনপির সভাপতি সরকার জাবেদ আহম্মেদ সুমন এবং টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক, গাজীপুর-৬ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী গাজী সালাহউদ্দিন।


সংক্ষিপ্ত বক্তব্যে গাজী সালাহউদ্দিন বলেন, ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষনা দিয়ে দিশেহারা জাতিকে দিক নির্দেশনা দিয়েছিলেন মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার, তেমনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ১৯৯০ সালে স্বৈরাচার এরশাদকে ক্ষমতা থেকে সরিয়ে রাষ্ট্রপতি শাসিত সরকারের অবসান ঘটান এবং বহুদলীয় মতামতের ভিত্তিতে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্হা চালু করেন। তারই ধারাবাহিকতায় পরবর্তীতে বিগত ১৭ বছর বাংলাদেশের জনগনের ঘাড়ে জগদ্দল পাথরের ন্যায় চেপে বসা ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে সূদুর লন্ডন থেকে ভার্চুয়ালি নেতৃত্ব দিয়ে ২০২৪ এর গণ-আন্দোলনকে সফলতায় পর্যবসিত করেন। ২০২৪ এর আন্দোলনে আইকনিক ও ক্যারিশমাটিক লিডারের ভূষিত হন।
ফ্যাসিস্ট হাসিনা গুম খুনের মাধ্যমে রাষ্ট্রকে মৃত্যু উপত্যকায় পরিনত করেছিল বাংলাদেশকে।আজও সেই গণতন্ত্র ও সুশাসন, ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য বিএনপি সংগ্রাম করে যাচ্ছে।
আয়োজিত শোভাযাত্রায় টঙ্গী পূর্ব থানা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল, তাতী দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here