Daily Gazipur Online

বিএনপি ছেড়ে শতাধিক নেতাকর্মীর জাতীয় পার্টিতে যোগদান, বিব্রত নেতারা

ডেইলি গাজীপুর প্রতিবেদক: ছাত্রদলের কাউন্সিল নিয়ে টানাপোড়েন, দলীয় নেত্রীর কারামুক্তিতে অনিশ্চয়তাসহ নানা সংকটের মধ্যে এবার বিএনপি ছেড়ে শতাধিক কর্মীর জাতীয় পার্টিতে যোগদানের ঘটনা ঘটেছে। যা রাজনৈতিক মহলে বিএনপির ভাবমূর্তিতে ব্যাপক আঘাত হেনেছে বলে জানা গেছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের হাতে ফুল দিয়ে জাপায় যোগদান করেছেন বিএনপির শতাধিক নেতাকর্মী। যাদের অধিকাংশই ঢাকার গুলশান-বনানী এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
জাতীয় পার্টির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বনানী থানা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আওলাদ হোসেন সরদার, সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক কামাল হোসেন, ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান রাজু, একই ওয়ার্ড বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান, গুলশান থানা বিএনপির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, বনানী থানা বিএনপির সাবেক সহ-সম্পাদক মতিউর রহমান উজ্জ্বল, বানিয়াচং উপজেলা বিএনপির সাবেক সদস্য নিয়ামুল ইসলাম মাসুদসহ শতাধিক বিএনপি নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগ দেন।
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ গণআন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর নব্বইয়ের দশকে বিএনপি সরকারের আমলে দুর্নীতির দায়ে জেল খাটেন। এরপর রাজনৈতিক প্রেক্ষাপটে দ্বন্দ্ব ভুলে এরশাদকে বিএনপির মঞ্চেও বিভিন্ন সময়ে দেখা গেলেও মৃত্যুর আগে তিনি দলটির কঠোর সমালোচনা করে গেছেন। এরশাদের মৃত্যুর পর তার ভাই জি এম কাদেরও নানা সভায় বিএনপির রাজনীতির কঠোর সমালোচনা করেন। জাতীয় রাজনীতিতে বিএনপি নয়, জাতীয় পার্টিই এখন ‘কার্যকর বিরোধী দল’ বলেও দাবি করেন তিনি। ফলে বিএনপি থেকে নেতাদের জাতীয় পার্টিতে যোগদান বিরূপ অবস্থা তৈরি করেছে বলেও নানা সমালোচনা শুরু হয়েছে।
এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বলেন, বিষয়টি আমাদের জন্য সত্যিই বিব্রতকর। যেখানে বৃহৎ দল হিসেবে জাতীয় পার্টির নেতারা বিএনপিতে আসবে, সেখানে বিএনপি থেকে জাতীয় পার্টিতে নেতাদের যোগদানের বিষয়টি সত্যিই অস্বস্তিকর। এমন ঘটতে থাকলে দলের অবস্থান তলানিতে পৌঁছাবে। যা চিন্তার বিষয়।
প্রসঙ্গত, এরশাদের প্রয়াণ পরবর্তী সময় তার সাবেক স্ত্রী বিদিশা এরশাদ বিএনপিকে ভেঙে জাতীয় পার্টিতে নিয়ে যাওয়ার যে বক্তব্য দিয়েছিলেন তাই সত্য প্রমাণ হচ্ছে বলে রাজনীতিতে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ছে।