Daily Gazipur Online

বিএসএমএমইউ’এর ইউরোলজি বিভাগে পুনরায় লেজার অপারেশন চালু

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ এর সার্বিক সহায়তায় অত্র বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা লেজারের মাধ্যমে অপারেশন চালু হয়েছে। এরফলে এখন থেকে রোগীদের কিডনী ও মুত্রনালীর পাথর লেজারের মাধ্যমে অপসারণ করা সম্ভব হবে।
ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোঃ ফারুক হোসেন জানান, তিন বছর ধরে ইউরোলজি বিভাগের লেজার মেশিন বন্ধ ছিল। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ স্যার রোগীদের কষ্ট লাঘবে লেজার মেশিনটি সচল করার উদ্যোগ নেন। এরফলে লেজার মেশিনটি পুনরায় চালু করা সম্ভব হয়েছে। তিনি আরো জানান, আজ সোমবার ২৪ জানুয়ারি ২০২২ইং তারিখে এক পুরুষ রোগীর লেজারের মাধ্যমে মুত্রনালীর পাথর সফলভাবে অপসারণ করা হয়েছে।