বিজয়নগরে এম অলি আহমেদ এর বাসভবনে ভুটানের রাষ্ট্রদূত সংবর্ধিত

0
80
728×90 Banner

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া): ভুটানের বিশিষ্ট ব্যবসায়ী এম অলি আহমেদ এর বিজয়নগর উপজেলা কচুয়ামুড়াস্থ নিজস্ব বাসভবনে সংবর্ধনা দিয়েছেন ভুটানের রাষ্ট্রদূত মিস্টার রিনচেন কুয়েনসিল’কে।
১৮ ফেব্রুয়ারী শনিবার সকাল ১১ ঘটিকার সময় ভুটানের রাষ্ট্রদূত এম অলি আহমেদ এর আমন্ত্রণে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা কচুয়ামুড়া গ্রামে উপস্থিত হওয়ায় এক সূধী সমাবেশ এর আয়োজন করা হয়।
সুধী সমাবেশে বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
বিজয়নগর উপজেলা প্রেসক্লাব এর সদস্য মোঃ সুলতান মাহমুদ সরকার এর প্রাণবন্ত সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সুধী সমাবেশের আয়োজক বিশিষ্ট ব্যবসায়িক ও পাহাড়পুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম অলি আহমেদ।
বক্তব্যে ভুটানের রাষ্ট্রদূত মিস্টার রিনচেন কুয়েনসিল বলেন, আমাদের প্রধানমন্ত্রী আপনাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে পড়াশোনা করেছে। ভুটান সরকার ও জনগণ বাংলাদেশ সৃষ্টি লগ্ন থেকে পাশে ছিল এবং ভবিষ্যতেও পাশে থাকবে।
বাংলাদেশের নাগরিক হিসেবে এম অলি আহমেদ ভুটানে ব্যপক জনপ্রিয় উল্লেখ করে তিনি আরো বলেন, এম অলি আহমেদ সততা ও নিষ্ঠার সাথে ভুটানে দীর্ঘদিন ব্যবসা-বাণিজ্য পরিচালনা করে আসছে। এম অলি আহমেদের মত সততা ও নিষ্ঠার সাথে যে কেউ ভুটানে কাজ করতে পারবে বলে তিনি জানান।
প্রধান অতিথির বক্তব্যে র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে চূড়ান্ত বিজয়ের আগেই ভুটান বাংলাদেশকে স্বীকৃতি প্রদানের মাধ্যমে বিশ্বের দরবারে বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের স্বীকৃতি আদায় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ভুটান সরকারসহ সে দেশের প্রত্যেকটি জনগণকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, ভুটান আমাদের অকৃতি বন্ধু। ভুটানের আত্মীয়তায় আন্তরিকতায় আমরা সব সময় শ্রদ্ধার সাথে স্বরণ করে যাব। আমরা চাই ভুটানের সাথে আমাদের সম্পর্ক সব সময়ই মজবুত থাকুক।
এসময় উপস্থিত ছিলেন, ভুটানে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত জিষ্ণু রায় চৌধুরী, রয়েল ভুটান এমবাসির কনসুলার কেনছু থিনলে, ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মোজ্জামেল হোসেন রেজা, বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা, উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিজয়নগর উপজেলা প্রেসক্লাব এর সদস্যবৃন্দ ও পাহাড়পুর ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here