Daily Gazipur Online

বিজয়নগরে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা বিষয়ে সংবাদ সম্মেলন

ব্রাক্ষণবাড়ীয়া প্রতিনিধি: বিজয়নগর উপজেলাকে ভূমি ও গৃহহীন ঘোষণা বিষয়ে সংবাদ সম্মেলন করেছে বিজয়নগর উপজেলা প্রশাসন। ২১ মার্চ মঙ্গলবার ১২ টায় উপজেলা পরিষদের হল রুমে বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলন করেন।
উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ সাংবাদিকদের সামনে আশ্রায়ণ প্রকল্পের আওতায় হস্তান্তরিত ঘর সম্পর্কে বিস্তারিত ব্রিফিং করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মেহেদী হাসান খাঁন শাওন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনূর জাহান, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জামাল উদ্দিন ভূঁইয়া, বিজয়নগর উপজেলা প্রেসক্লাব এর সভাপতি এস এম কামরুল হাসান শান্ত, সাধারণ সম্পাদক মুহাম্মদ মহসিন আলী, সহ-সভাপতি কাজী আল আমিন, এস এম টিপু চৌধুরী, কোষাধ্যক্ষ মোহাম্মদ হাবিব, প্রচার সম্পাদক মোঃ আলমগীর হোসেন, সদস্য হীরা আহমেদ জাকির, শাহনেওয়াজ শাহসহ উপজেলায় কর্মরত বিভিন্ন সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত আশ্রয়ণ প্রকল্পের আওতায় ১ম,২য় ও ৩ পর্যায়ে জমি ও গৃহহীন মোট ৫১৮ টি পরিবার জমি ও ঘর পেয়েছেন।
২০২০ সালের শুমারি অনুযায়ী বিজয়নগর উপজেলা কে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা করার সিদ্ধান্ত গ্রহন করা হচ্ছে।