

ডেইলি গাজীপুর প্রতিবেদক : বিজয়নগর উপজেলার হরষপুর তুলাপাড়া গ্রামের শামীম মিয়ার স্ত্রী পেয়ারা বেগমকে হত্যার উদ্দেশ্য দা দিয়ে কুব মেরে কানকে দ্বী-খন্ডিত করার অপরাধে বিজয়নগর থানা পুলিশ একেই গ্রামের মৃত নুরুল হক এর ছেলে শাহ আলম (২৫) কে গ্রেফতার করেছে।
এই ঘটনার বিজয়নগর থানায় আহত বাসুর আব্দুল হাই বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলা নং ০২।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই সকাল ৮ টার দিকে ভিকটিম পেয়ারা বেগম এর ছেলে তামিম (৮) ও আসামী শাহ আলম এর মেয়ে সানিয়া (৭) সকালে মক্তব থেকে বাড়ি ফেরার পথে একে অপরের সাথে ঝগড়াঝাটি করাকে কেন্দ্র করে শাহ আলম অপর আসামীদের নিয়ে বাদী ও সাক্ষীদের বাড়িতে গিয়ে অতর্কিত হামলা চালিয়ে পেয়ারা বেগমসহ খুর্শেদা বেগম,আসমা বেগম ও বাদী আব্দুল হাইকে আহত করেন। এর মধ্যে পেয়ারা বেগমকে হত্যার উদ্দেশ্যে দা দিয়ে মাথা বরাবর কুব মারলে সেই কুব ডান কানে লেগে কানটি দ্বী-খন্ডিত হয়ে গুরুতর আহত হয়ে বর্তমানে ঢাকা শেখ হাসিনা ন্যাশনাল বার্ন ইউনিটে ভর্তি রয়েছে। গুরুতর আহত ছাড়াও ঘরের আসবাবপত্র ভাঙ্গচুর করে নগদ ১ লাখ টাকা ১ ভরি ওজনের স্বর্ণালংকার লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।
গ্রেফতারকৃত মৃত নুরুল হক এর ছেলে শাহ আলম (২৫) মামলা অপর আসামী হলো ইসমাইল মিয়ার ছেলে মেবুল মিয়া (২৫) ও রকিবুল ইসলাম (২২), নুরুল হক এর স্ত্রী হনুফা বেগম (৪৮), মেবুল মিয়ার স্ত্রী রাহিমা বেগম (২২) রফিকুল ইসলাম এর স্ত্রী তানিয়া বেগম (২০), শাহ আলম এর স্ত্রী জুহেরা বেগম (২২) ও মৃত নুরুল হক এর মেয়ে সোনিয়া বেগম (১৯) সহ আরো ৫/৬ জনের কথা মামলায় উল্লেখ করা হয়েছে।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু আহমেদ বলেন, মামালা দায়ের পরে প্রধান আসামী শাহ আলমকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতার এর চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
