

ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি:বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের আদমপুর গ্রাম থেকে এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামী হলো উপজেলার আদমপুর গ্রামের মৃত জুরাল খাঁন এর ছেলে ইউসুফ খাঁন (৬০)। তাকে দায়রা- ৪৭৩/২০, সিআর- ৭/২০ মামলায় গ্রেফতার করা হয়েছে। সে চেক জালিয়াতির মামলায় গত ১ বছর আগে ২০ লাখ টাকা জরিমানা ও ৮ মাসের সাজাপ্রাপ্ত হন।
বিজয়নগর থানার এস আই মোঃ সাইদুল হক এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ তাকে তাঁর নিজ বাড়ি থেকে গত প্রহেলা মে রাতে গ্রেফতার করা হয়।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু আহমেদ সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করার হয়েছে।
