Daily Gazipur Online

বিজয়নগর উপজেলায় “স্বজন সমাবেশ” এর আত্মপ্রকাশ

এস এম কামরুল হাসান শান্ত, বিজয়নগর থেকে: বিজয়নগর উপজেলার বেগম মরিয়ম মেমোরিয়াল মডেল স্কুল প্রাঙ্গণে প্রাণবন্ত আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে আগামী এক বছরের জন্য “স্বজন সমাবেশ” এর কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকালে দৈনিক যুগান্তর বিজয়নগর উপজেলা প্রতিনিধি এস এম কামরুল হাসান শান্তের সভাপতিত্বে উপস্থিত ছিলেন টনকী ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যাপক মোঃ সাদেকুল ইসলাম রতন, বিজয়নগর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন সভাপতি হাজী মোঃ শাহ আলম, মৌলানা মোফাজ্জল হোসেন মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ ফরিদুল ইসলাম।
আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে আগামী এক বছরের জন্য “স্বজন সমাবেশ” এর কমিটিতে বিজয়নগর উপজেলা প্রেসক্লাব এর দপ্তর সম্পাদক, দৈনিক যুগান্তর পাঠক মোহাম্মদ সেলিম চৌধুরীকে সভাপতি ও সূফী সৈয়দ বাহা উদ্দিন ইসলামী একাডেমীর প্রধান শিক্ষক, দৈনিক যুগান্তর পাঠক মোঃ মহি উদ্দিন রুবেল কে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাং কমিটি ঘোষণা করা হয়েছে।
উক্ত কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছে, মোঃ মাহিদুল ইসলাম, মাওলানা সিরাজুল ইসলাম, মোঃ অলি আহমেদ, মোঃ দুলাল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক – মোঃ মাহমুদুল হাসান হেলন, মোঃ সাদ্দাম দেওয়ান, মোঃ পলাশ মিয়া, সাংগঠনিক সম্পাদক – সাংবাদিক শাহনেওয়াজ শাহ, মোঃ জিয়াউর রহমান রিফাত, আমানুর রশিদ ভূইয়া, কোষাধ্যক্ষ – মোঃ আব্দুল হামিদ, দপ্তর সম্পাদক – শ্যামল সরকার নিলয়, প্রচার সম্পাদক – মোঃ সাইমন মিয়া, ক্রিড়া বিষয়ক সম্পাদক – আল আমিন, সাহিত্য বিষয়ক সম্পাদক – তানিয়া সিদ্দিকা, শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক – আব্দুল মাজিদ, সমাজ কল্যাণ সম্পাদক – মোহাম্মদ ফখরুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক – মারিয়া আক্তার মুন্নী, স্বেচ্ছাসেবক সম্পাদক – মোঃ মোঃ মেহেদী হাসান, স্বেচ্ছায় শ্রম বিষয়ক সম্পাদক – মোঃ মামুন মিয়া, পাঠচক্র বিষয়ক সম্পাদক – পলাশ কুমার দাস, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক – ইন্দ্রজিৎ বিশ্বাস মিঠু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক – নিয়ামুল ইসলাম। নির্বাহী সদস্য – মোঃ হেলাল মিয়া, হালিমা চৌধুরী, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ মোশাররফ হোসেন, মোছাঃ ফাহমিদা আক্তার, মোছাঃ নাঈমা সুলতানা, মোঃ মুক্তার হোসেন, মোঃ কামাল হোসেন, মোঃ ইমাম হোসেন, মোঃ সাদ্দাম হোসেন শিশির, মোঃ সোহেল রানা, শাহরিয়ার রুকন, আবু কাউছার ও সমির পাল, মোঃ মোস্তফা কামাল খাঁন সোহেল, লিটন দেব, মোঃ মনির হোসেন দস্তগীর।
এই নতুন কমিটির প্রথম সভায় সবার মতামতের ভিত্তিতে একটি উপদেষ্টা কমিটি গঠন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।
উক্ত কমিটির মাধ্যমে উপস্থিত সবাই দৈনিক যুগান্তর পত্রিকার সুনাম অক্ষুণ্ণ রেখে পাঠক বৃদ্ধির পাশাপাশি দেশাত্মবোধের দায়বদ্ধতা থেকে সামাজিক ও মানবিক কাজে নিজেদের নিয়োজিত করার অঙ্গিকার ব্যক্ত করেন।