Daily Gazipur Online

বিনামূল্যে তরমুজ বিতরণ করলেন উত্তরা পূর্ব থানার ওসি

মোঃ রফিকুল ইসলাম মিঠু: বিনামূল্যে তরমুজ বিতরণ করেন উত্তরা পূর্ব থানার ওসি জহিরুল ইসলাম। ঘটনাটি ঘটে মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটায় ৪ এবং ৬ নম্বর সেক্টরের পার্শ্ববর্তী বিদ্যুৎ অফিসের সামনে রেললাইনের পাশে শাহজালাল এভিনিউর শেষ প্রান্তে। ঘটনার সত্যতা সম্পর্কে নিশ্চিত করেন তরমুজ ব্যবসায়ী মোঃ মজিবুর রহমান। তার সাথে কথা হলে তিনি বলেন ওসি জহিরুল ইসলাম উত্তরা পূর্ব থানায় আসার পর থেকে ফুটপাতে কোন দোকানপাট বসতে দেওয়া হচ্ছে না তিনি কোন প্রকার ঘুষ নেন ও না এবং কাউকে দেওয়াও পছন্দ করেন না। ইতিপূর্বেও ফুটপাত নিয়ে জহুরুল ইসলাম সাহেবের সাথে কথা হয় উক্ত প্রতিবেদক। তিনি বলেন আমাদের বর্তমান ডিসি সাহেবের নির্দেশ ফুটপাত সম্পূর্ণরূপে মুক্ত থাকবে এখানে জনগণ নির্দ্বিধায় হাঁটাচলা করবে। অথচ ইতিপূর্বেও উত্তরা পূর্ব থানা এলাকার ফুটপাত থেকে প্রতি মাসে আয় হতো ৩০ লক্ষ টাকা।বিভিন্ন মহলে তা ভাগবাটোয়ারা করে নেওয়া হতো। ফুটপাত ব্যবসায়ীরা জানান বর্তমান ওসি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন তাই তিনি কোন প্রকার চাঁদাবাজি পছন্দ করেন না। তাহলে এমন অবস্থা করলেন কেন এই প্রশ্নের জবাবে তরমুজ ব্যবসায়ী জানান বারংবার নিষেধ করা সত্ত্বেও আমরা দোকান বসানোর কারণে তিনি ক্ষিপ্ত হয়ে মানুষকে ফ্রিতে তরমুজ নিয়ে যেতে বলেন। ফ্রী তরমুজ গ্রহীতারা জানান রাস্তা দিয়ে আসার সময় রেল লাইন ক্রস করতে গেলেই তরমুজ বিক্রেতা দাঁড়িয়ে তাদেরকে বলেন ভাই তরমুজ টি রেখে যান স্যার রাগ করে ফ্রিতে নিয়ে যেতে বলেছে। অনেকেই রেখে এসেছেন আবার কেউ কেউ নিয়েও গেছেন। থানার ষ্টাফদের সাথে ওসি সম্পর্কে জানতে চাইলে তারা তারা বলেন স্যার খুব ভালো মানুষ। অন্যায়কে পশ্রয় দেন না। তিনি প্রতিদিন বিকালে টহলে বের হন।