বিনোদন প্রত্যাশিদের দর্শনীয় ও জনপ্রিয় স্থান ডিয়াবাড়ী

0
49
728×90 Banner

মনির হোসেন জীবন,বিশেষ সংবাদদাতা : রাজধানী বাসির বিনোদন প্রত্যাশিদের কাছে দর্শনীয় ও জনপ্রিয় স্থান তুরাগের ডিয়াবাড়ী। নগরবাসির স্বপ্নের মেট্রোরেল ভ্রমণ ও বিনোদন প্রত্যাশীদের জন্য চমৎকার দর্শনীয় স্থান উত্তরার দিয়াবাড়ি। প্রতিদিন এ স্থানটিতে হাজার হাজার লোকের সমাগম ঘটে। কেউ আসে বিভিন্ন জায়গা থেকে মেট্রোরেলে করে ঘুরতে ; আবার কেউ আসে দেখতে। শহরের ভিতরে আজব শহর, সিঙ্গাপুরের আদলে স্বপ্নের নতুন শহর ডিয়াবাড়ী। খবর সংশ্লিষ্ট বিশ্বস্থ তথ্য সূত্রের।
তথ্য অনুসন্ধান ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দিয়াবাড়ী একটি জনবহুল এলাকা এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য এটি একটি ভালো দর্শনীয় জায়গা। এখানে এমআরটি লাইন ৬-এর একটি ডিপো রয়েছে । যা উত্তরা উত্তর মেট্রো স্টেশনের আগে অবস্থিত। এটি বাংলাদেশের উত্তর ঢাকার একটি অংশ। আপনি যদি মেট্রো রেলে যান, তবে উত্তরা উত্তর স্টেশনে নেমে যান। স্টেশন থেকে বেরিয়ে আপনি দিয়াবাড়ি এলাকায় যাওয়ার জন্য রিকশা বা লেগুনা খুঁজে নিতে পারেন। তুরাগ নদ ও উত্তরা লেক এর পাশে অনেক ফুড কার্ট এবং খাবারের দোকান গড়ে উঠেছে। যেখানে হাত বাড়ালেই পেয়ে যাবেন বিভিন্ন ধরনের সুসাধু খাবার। এখানে রয়েছে – তুরাগ- উত্তরা লেক নদীর তীরে নৌকা ভ্রমণের ব্যবস্থা। যা বিনোদনের একটি জনপ্রিয় মাধ্যম। পাশাপাশি দিয়াবাড়ি যেতে চাইলে ঢাকার যেকোন প্রান্ত হতে উত্তরা রুটে চলাচলকারী বাসে হাউজ বিল্ডিং চলে আসুন। হাউজ বিল্ডিংয়ের অবস্থিত নর্থ টাওয়ার বা মাসকট প্লাজার সামনে দিয়ে লেগুনা, বিআরটিসি বাস কিংবা রিক্সায় করে সহজে চলে আসতে পারবেন। মেট্রোরেল ঘিরে উত্তরা দিয়াবাড়ি, উত্তরা উত্তর ও দক্ষিণে বেশ কিছু বিনোদন স্পট গড়ে উঠেছে। যার ফলে প্রতিদিন কমপক্ষে অর্ধলক্ষ মানুষ শুধু এই বিনোদন কেন্দ্রিক যাতায়াত করে। যার ফলে প্রতিটা মেট্রোতে এতো চাপ যা কখনও হওয়ার কথা ছিলো না। অথচ দেশে দেশে মেট্রোরেল একটা জনপ্রিয় জরুরি বাহন। ছুটির দিনগুলোতে মনে হয় অন্যান্য দিনের তুলনায় ছিলো উপচে পড়া ভিড়। মানুষ ছোটো বাচ্চা নিয়ে অনেক বয়স্করা খুবই অসুবিধায় পড়ছেন। হাজার হাজার মানুষ মেট্রোরেলে চেপে বসে এমন কি দাঁড়িয়ে উত্তরা নেমেই তারা বিনোদন কেন্দ্রগুলোতে ছুটে যাচ্ছেন।
সরেজমিন পরিদর্শন ও বিভিন্ন পেশার মানুষের সাথে কথা বলে জানা গেছে, স্বপ্নের মেট্রোরেল, নিজ চোখে না দেখলে বিশ্বাস হবে না। ডিয়াবাড়ী মেট্রোরেল ডিপো ও স্টেশনকে কেন্দ্র করে এর আশেপাশে বেশ কিছু বিনোদন কেন্দ্র গড়ে উঠেছে। ডিয়াবাড়ী মেট্রোরেল এলাকায় নগরবাসীর নতুন বিনোদনের জন্য বিদেশ থেকে আনা হয়েছে “ওয়াটার জর্বিং”।
এখানে রয়েছে বিনোদন পাওয়ার মতো সকল ব্যবস্হা। কিন্তু নিত্যনতুন খাবারের দোকান গুলোতে খাবারের দাম আকাশ ছোঁয়া। শিশু – কিশোর, যুবক-যুবতী ও তরুণ- তরুণীদের ওয়াটার জর্বিং, নৌকা ভ্রমণ, দোলনা, ঘোড়ায় চড়া, নৌকা চালানো, নাগর দোলনা, চুড়ির দোকান, চটপটি- ফুসকার দোকান, সারিসারি বিভিন্ন ধরনের দোকান দেখা যায়। ২০ টাকা দিয়ে টিকেট কেটে আছে বসার ব্যবস্হা। জনপ্রতি ১০০ টাকা দিয়ে দিয়ে সুন্দর সুন্দর ও চমৎকার আর্কষণীয় রাইডে চড়ার ব্যবস্হাও। এছাড়া কিন্তু অন্যান্য রাইডের চড়ার ক্ষেত্রে ব্যবসায়ী ও দোকান মালিকরা সিন্ডিকেট তৈরি করে অতিরিক্ত মূল্য কৌশলে হাতিয়ে নিচেছ বলে অনেক বিনোদন প্রেমিক অভিযোগ করেন। খবর সংশ্লিষ্ট একাধিক বিশ্বস্থ তথ্য সূত্রের।


বিনোদন প্রত্যাশী, স্হানীয় এলাকাবাসী ও ব্যবসায়ীরা এ প্রতিবেদককে জানান, উত্তরা উত্তর মেট্রোস্টেশনে নেমে দিয়াবাড়ি যাওয়া যায় এবং সেখান থেকে আপনি তুরাগ নদীর পাশে অবস্থিত বিভিন্ন ফুড কার্ট, নৌকা ভ্রমণ এবং অন্যান্য বিনোদন উপভোগ করতে পারবেন। মেট্রোরেল ভ্রমণের পাশাপাশি বিনোদনের জন্য উত্তরা দিয়াবাড়ি চমৎকার একটি জায়গায় পরিণত হয়েছে।
তুরাগের দিয়াবাড়িতে ফুডকার্ট-ওয়াটার জর্বিংয়ের আড়ালে চলছে চাঁদাবাজির মহোৎসব। উত্তরার মেট্রোরেল এলাকায় অবৈধ বাজার ও বিনোদন গুলোকে ঘিরে চলছে ব্যাপক চাঁদাবাজী, দখলবাজী, দলবাজী, চুরি, ছিনতাই ও অনৈতিক কার্যকলাপ। এনিয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও স্হানীয় প্রশাসনের দায়িত্বরত কর্মকর্তার নিরবতা নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন তুরাগের সচেতন মহল। খবর সংশ্লিষ্ট তথ্য সূত্রের।
ডিয়াবাড়ী এলাকার স্হায়ী বাসিন্দা মো: সাইদুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, আমার মতে ডিয়াবাড়ীতে মেট্রোরেলে যাত্রীর চাপ অনেক বেশি।
কোচ সংখ্যা বাড়িয়ে ডাবল করে হেডওয়ে টাইম ৩ থেকে ৪ মিনিটে নিয়ে আসা উচিত। যদি এটা করা হয়, তাহলে যাত্রীদের জন্য ভালো হয়। এতে করে সরকারের রাজস্ব আয় আরও বৃদ্ধি পাবে। তিনি আরও বলেন, নারীদের বগি আরেকটা বাড়িয়ে দেয়ার জন্য বর্তমান সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি । অনেক পুরুষের মাঝে যেভাবে চাপাচাপি করে দাঁড়িয়ে তাদের যাতায়াত করতে হচ্ছে- এটা সত্যিই দুঃখজনক।
মতিঝিল থেকে মেট্রোরেলে চড়ে ডিয়াবাড়ীতে আসা
হাবিবুর রহমান নামে এক যাত্রী এ প্রতিবেদককে বলেন, ছুটির দিনে মেট্রোরেলে সবার আগ্রহ বেড়েছে। কারণ, এই জিনিসটা এখনও অনেকের কাছে নতুন। আগে যখন মেট্রোরেল ছিল না, তখনও অনেকেই দিয়াবাড়ি ঘুরতে গেছে। এখন মেট্রোরেল হওয়ায় সহজেই যাওয়া যায়। তাই এখানে ভিড় বাড়ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ডিয়াবাড়ী মেট্রোরেল এলাকায় বসবাসরত একাধিক বাসিন্দারা অভিযোগ করে এ প্রতিবেদককে বলেন, ডিয়াবাড়ীতে নতুন ফুডকার্ট বাজারসহ একাধিক বিনোদন কেন্দ্রকে ঘিরে শক্তিশালী একটি সংঘবদ্ধ চক্র গড়ে উঠেছে । তারা সরকারি জমিতে সিন্ডিকেট করে বিভিন্ন ধরনের নিত্যনতুন দোকানপাট উঠয়ে রাত দিন ব্যবসা বানিজ্য করছে। এছাড়া পরিত্যক্ত জমি দখল- বেদখল চলছে । স্হানীয় ও বহিরাগত সংঘবদ্ধ একাধিক চক্র এ পেশায় জড়িত রয়েছে। এ অঞ্চলে চাঁদাবাজীর ঘটনা অহরহ ঘটছে। এছাড়া বেপরোয়া গতিতে প্রকাশ্যে চলছে চাঁদাবাজী ও দলবাজী। প্রায় ঘটছে অনৈতিক কার্যকলাপ ও চুরি- ছিনতাই। সব কিছু দেখেও না দেখার বান করছে স্হানীয় প্রশাসন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউজ) ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
অভিযোগ রয়েছে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউজ) এর পরিত্যক্ত জমিতে অনুমতি ছাড়াই মেট্রোরেল উত্তরা সেন্টার ও উত্তর স্টেশনের পাশে গড়ে উঠেছে এ ‘নতুন ফুডকার্ট বাজার’। বর্তমান সরকার কিংবা দলের নাম এবং রাজনৈতিক পদ পদবি’র পরিচয় ভাঙিয়ে কতিথ নেতারা প্রতিমাসে মোটা অঙ্কের টাকা কৌশলে চাঁদাবাজী করছে বলে অভিযোগ উঠেছে। এ সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে স্থানীয়দের একাধিক অভিযোগ থাকলেও প্রশাসন ও রাজউক কর্তৃপক্ষ রহস্যজনক কারণে নীরব ভূমিকা পালন করছে।
আজ রোববার বিকেলে সরেজমিনে ডিয়াবাড়ী মেট্রোরেল ও বিনোদন কেন্দ্র বিশাল এলাকা ঘুরে এবং বিভিন্ন পেশার মানুষের সাথে আলাপ করে এসব তথ্য জানা গেছে।
জানা যায় , উত্তরা লেকের পাশে রয়েছে – ১৪ তলা বিশিষ্ট একাধিক সারিসারি উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্প। ভবন গুলো উত্তরা লেক এর পশ্চিম পাশে অবস্থিত। দূর থেকে ভবন গুলো দেশ দারুণ লাগে। ফুলের সাথে মিল রেখে ভবন গুলোর নাম রাখা হয়েছে। রাস্তা গুলো বেশ পরিস্কার পরিচ্ছন্ন। অধিকাংশ ভবন সাদাও লাল- নীল রঙ দিয়ে সাজানো। পাশেই রয়েছে উঁচু ব্রিজ। সারা সারি প্রায় শতাধিক নার্সারি। রয়েছে ছোট ছোট ঘর এবং ডিঙ্গি -বোর্ড নৌকাও। রাস্তার পাশে শিশুদের জন্য নানা ধরনের খেলনার পসরা সাজিয়ে বসেছে ব্যবসায়ীরা। খাবার ও আড্ডা দেওয়ার জন্য টিন দিয়ে লেক এর সাথে ছোট ছোট ঘর তৈরি করা হয়েছে। ব্রিজ ও রাস্তার পাশে গড়ে তোলা হয়েছে চা- পান- সিগারেট, ঢাব, শসক সবজি এবং খাবারের দোকানপাট। নানা রঙ দিয়ে টিনসেট দোকান গুলো রঙিন করে সাজানো হয়েছে। লেক এর পানিতে শোভা পাচ্ছে কচুরিপানা । শতশত নারী পুরুষ, তরুণী – যুবক- যুবতীরা এসব ঘরে বসে আড্ডা দিতে দেখা গেছে। রাস্তার পাশে প্রাইভেটকার ও মোটরসাইকেল সারি করে রাখা হয়েছে। রয়েছে ফুলের দোকানও। কেউ ফুল কিনছেন, কেউবা গাছ। আবার কেউ মুক্ত বাতাসে পরিবারের সদস্যদের হাত ধরে হেঁটে চলেছেন।
সংশ্লিষ্ট ও স্থানীয়দের ভাষ্যমতে, ডিয়াবাড়ী পুরাতন ‘বউবাজার’ গরুর বাজার উচ্ছেদের পর এখানে
বিভিন্ন ধরনের দোকান পাট গড়ে উঠেছে। এছাড়া এখানে প্রতিদিন ছোট বাজার বসে। বাজারে তাজা সবজি ও খাবার বিক্রি করা হয়। এ বাজারকে কেন্দ্র করে কতিপয় চাঁদাবাজ চক্রের সদস্যরা সক্রিয় রয়েছে। তারাই “নতুন বাজার” বউ বাজারটি নিয়ন্ত্রণ করে থাকে। যাদের প্রথম অক্ষর রা+ দু+ ও জ+ ই+ অ+ স+ গংরা । শুরুর দিকে ৮ থেকে ১০টি দোকানপাট দিয়ে যাত্রা শুরু হলেও বর্তমানে দোকানের সংখ্যা প্রায় অর্ধশতাধিক । এলাকাবাসী ও ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, প্রতিটি দোকান থেকে প্রতিদিন দোকান ভাড়া বাবদ ২০০ টাকা টাকা। লাইট চার্জ দৈনিক ৩০ টাকা, একটি দোকানে তিনটি করে লাইট “অর্থাৎ গড়ে প্রতি দোকান থেকে ৯০ টাকা, পানি ব্যবহারে জন্য দৈনিক দিতে হয় ৫০ টাকা। এতে দৈনিক এক ব্যবসায়ীকে ৩৪০ টাকা চাঁদা পরিশোধ করতে হচ্ছে। এসব দোকান থেকে দৈনিক প্রায় ১৫ থেকে ১৬ হাজার টাকা আয় হচ্ছে। মাস শেষে চাঁদার পরিমাণ দাঁড়ায় প্রায় সাড়ে ৪ লাখ টাকা।
একটি নির্ভরযোগ্য সূত্র বলছে, ২০২৫ সালের জুন মাসে প্রতিটি দোকান থেকে এককালীন ২৫ হাজার টাকা ব্যবসায়ীদের কাছ থেকে নেয়া হয়। এখাত থেকে মোট প্রায় সাড়ে ১০ লাখ থেকে ১১ লাখ টাকা কৌশলে হাতিয়ে নেয় চক্রটি। বাজারে বিনোদনের জন্য নৌকা, বাচ্চাদের জন্য স্লিপার ও একটা ড্রাগন ট্রেন থেকে মাসে চাঁদা ১ থেকে ২ লক্ষ টাকার বেশী তোলা হয়। দোকান ভাড়া ভিত্তিক প্রায় ৩০ লাখ এবং অগ্রিম বাবদ ১১ লাখ এবং বিনোদন বাবদ ৮ লাখ টাকাসহ সর্বমোট প্রায় ৪৮ থেকে ৫০ লাখ টাকা এসব খাত থেকে চাঁদা তোলা হয়।
ভুক্তভোগী ব্যবসায়ী ও স্থানীয়দের দাবি- বিএনপি, যুবদল, ছাত্র দল ও শ্রমিক দলের নাম ভাঙিয়ে এ চক্রটি চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে। যার ফলে দলের ভাবমূর্তি অনেকটাই প্রশ্নবিদ্ধ হচ্ছে। বিএনপি ইতোমধ্যে হাইব্রিড ও অসাধু নেতাদের বহিষ্কার করলেও এই বাজার-ভিত্তিক চাঁদাবাজি বন্ধ হয়নি। থেমে নেই তাদের চাঁদাবাজীও। বাজারটি মূলত সন্ধ্যার পর জমে ওঠে। বিশাল এ নীরব এলাকাটিতে উঠতি বয়সী কিছু উশৃংখল তরুণ-তরুণী অনৈতিক বিশাল এলাকায় অনৈতিক কর্মকাণ্ডসহ নানাবিধ অপরাধে জড়িয়ে পড়ছে বলেও অভিযোগ রয়েছে। ব্যাঙ্গের ছাতার মতো আশপাশের নার্সারির আড়ালে এসব অনৈতিক কাজ চলে প্রশাসনের নাকের ডগায়।
স্থানীয়রা প্রশ্ন তুলছেন, এখানে সরকারি বিপুল পরিমাণ জমি দখল করে অবৈধ একটি ট্রাকস্ট্যান্ড রাতারাতি বানানো হয়েছে। ৫০/৬০ ট্রাকের মাধ্যমে তুরাগ, উত্তরাসহ রাজধানীতে বালুর ব্যবসা জমজমাট হয়ে উঠেছে। এছাড়া বেরিবাধের পাশে গড়ে উঠেছে অবৈধ বালুর গদিও। মাঝ মধ্যে সরকারের পক্ষ থেকে এসব গদিতে বুলডোজার দিয়ে উচেছদ চালানো হয়। সকাল কিংবা বিকালে অভিযান চালালে পরদিন আবার সব কিছু আগের মতো হয়ে উঠে। এখানে চাঁদাবাজি, অবৈধ বাজার গঠন ও অনৈতিক কার্যকলাপ চললেও রাজউক ও আইনশৃঙ্খলা বাহিনী কেনই বা চুপচাপ ? রাজউকের দায়িত্বশীল কর্মকর্তাদের নীরবতা ও পুলিশের নিষ্ক্রিয়তাকে কেন্দ্র করে গুঞ্জন উঠেছে; কোন বৃহৎ স্বার্থে কিংবা কোন অর্থে তারা এ নীরবতা পালন করছে। এব্যাপারে বর্তমান সরকারের দায়িত্বশীল কর্মকর্তাদের মাঠ পর্যায়ে এসে সরেজমিন তদন্ত পূর্বক খতিয়ে দেখা উচিত!
বিশ্লেষকরা বলছেন, ভবিষ্যতে চাঁদাবাজির এ সংস্কৃতি বিএনপির জন্য ভয়াবহ হুমকি তৈরি করতে পারে। দিয়াবাড়ী ও মেট্রোরেল এলাকায় এ অবৈধ বাজার ও চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে তদন্ত ও কঠোর ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি। বিকেল থেকে শুরু করে রাত ১১/১২ টা পর্যন্ত খাবারের দোকান গুলোতে চলে বেচাকেনা। সংশ্লিষ্ট প্রশাসন, রাজউক, সিটি কর্পোরেশন এবং রাজনৈতিক দলগুলোর উচিত; খুব দ্রুত পদক্ষেপ নিয়ে জনগণের আস্থা ফিরিয়ে আনা।
মেট্রোরেল স্টেশন ও বিনোদন কেন্দ্র গুলো ঘুরে দেখা যায়, প্রতি ছুটিতে টিকিট কাটায় লম্বা সিরিয়াল তৈরি হয়। তবে ছুটির দিনগুলোয় মেট্রোরেলে যাত্রীদের উপচে পড়া ভিড়ের কারণে হিমশিম খেতে হয় দায়িত্বে থাকা মেট্রোরেল কর্মীদের। কর্মীরা এ প্রতিবেদককে জানান, বিশেষ করে এসব দিন গুলোতে আরও লোকবল দরকার। এ ছাড়া প্রতিনিয়তই ছুটির দিনগুলোয় নতুন নতুন যাত্রীরা আসেন বলেও জানান তারা।
উত্তরা বিভাগের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছে, আমরা প্রতিনিয়তই উত্তরা ও তুরাগের ডিয়াবাড়ী – মেট্রোরেল এলাকা গুলোতে টহল অব্যাহত আছে। মাঝেমধ্যে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন ধরনের যানবাহন ও সন্দেহজনক মানুষদের তল্লাশি করা হচ্ছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রশাসন নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।
এবিষয়ে প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, বানিজ্য উপদেষ্টা, পুলিশ প্রধান (আইজিপি), ডিএমপি কমিশনার, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব), রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি), ভুক্তা অধিকার সংরক্ষণের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট মহলের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তুরাগ এলাকার বাসিন্দা ও সর্বস্তরের জনগণ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here