Daily Gazipur Online

বিমল সরকার এর “নিজের মুখোমুখি” কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

ডেইলি গাজীপুর সংবাদ বিজ্ঞপ্তি : অমর একুশে বইমেলায় উন্মোচিত হয়েছে যুক্তরাষ্ট্রে কবি বিমল সরকারের নবম কাব্যগ্রন্থ- “নিজের মুখোমুখি” এর । রাজধানী ঢাকা ও বগুড়ায় চলমান বইমেলাসহ গাইবান্ধা ও দেশের বিভিন্ন জেলার বুকস্টলেও পাওয়া যাবে এই নান্দনিক গ্রন্থটি ।
অতি সম্প্রতি রাজধানী ঢাকার একুশে বইমেলায় বাংলা একাডেমির সোহরাওয়ার্দী উদ্যানে কাব্যগ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়। গ্রন্থটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মিজানুর রহমান, কথাসাহিত্যিক মনি হায়দার, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট সগীর আনোয়ার, বাংলা একাডেমির পদকপ্রাপ্ত কবি ও লেখক আসলাম সানি, ব্যারিস্টার মোহাম্মদ ইসতিয়াক আনোয়ার, কবি ইউসুফ রেজা, মুহাম্মদ রাসেল, এনজিও কর্মকর্তা মিজানুর রহমান, লেখিকা রূপালী, কবি ওয়াজেদ হোসেন জীম ,আফরিনা আজমেরী অভিসহ আরও অনেকে । কবির বন্ধুবর মজানুর রহমান বলেন – উদ্যোক্তা, লেখক , সাংবাদিক ও প্রকাশক, কবি বিমল সরকারের লেখা বই বিক্রয় থেকে প্রাপ্ত লভ্যাংশ ক্যান্সার, কিডনীতসহ হরেক রোগে আক্রান্তদের সহযোগিতা এবং সাহিত্যকর্মসহ জনকল্যাণ মূলক কাজে ব্যয় করা হয়।