বিমানবন্দরে স্বর্ণসহ হজের মুয়াল্লেম নুরুল আলম গ্রেপ্তার

0
12
728×90 Banner

মনির হোসেন জীবন / তনিমা আক্তার : রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক কোটি ৯৮ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার(স্বর্ণ) এবং বিদেশি মুদ্রাসহ হজ্জের একজন মুয়াল্লিমকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশ। আটক ওই ব্যক্তির নাম নুরুল আলম (৩০)।
গত শনিবার (২২ নভেম্বর, ২০২৫ ) দুপুরে বিমানবন্দরের বহুতল কার পার্কিংয়ের নিচতলা থেকে সোনাসহ তাঁকে গ্রেপ্তার করে এপিবিএন পুলিশ ।
গ্রেপ্তারকালে তাঁর কাছ থেকে ১৩০০ গ্রাম স্বর্ণালংকার এবং ১৩ হাজার ৯৭০ সৌদি রিয়াল উদ্ধার করে জব্দ করা হয়। জব্দকৃত এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৯৮ লাখ টাকা।
ঘটনার দিন গ্রেপ্তারের পর রাতে এয়ারপোর্ট এপিবিএন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিমানবন্দরের বহুতল কার পার্কিংয়ের নিচতলায় অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন নুরুল আলম। পরে এপিবিএন অফিসে নিয়ে তল্লাশি করলে তার গলায় ঝুলানো হজে ব্যবহৃত কাপড়ের ব্যাগ, পরিহিত জুব্বা এবং পায়জামার ডান পকেট থেকে ২১, ২২ ও ২৪ ক্যারেটের মোট ১,৩০০ গ্রাম স্বর্ণালংকার ও ১৩,৯৭০ সৌদি রিয়াল উদ্ধার করা হয়। এসব স্বর্ণ জব্দতালিকা মূলে জব্দ করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এপিবিএন পুলিশের একজন কর্মকর্তা এ প্রতিবেদককে বলেন, নুরুল আলম হজের মুয়াল্লেম। বিভিন্ন যাত্রীর কাছ থেকে তিনি স্বর্ণালংকার সংগ্রহ করে শুল্ক ফাঁকি দিয়ে আসছিলেন। ওই কর্মকর্তা আরো বলেন, নুরুল আলম দীর্ঘদিন যাবৎ বিমানবন্দরে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে জড়িত এবং রিসিভার হিসেবে কাজ করে আসছিলেন।
এ বিষয়ে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধ ও অন্যান্য অপরাধ দমনে আমরা নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছি। স্বর্ণ ও মাদক চোরাচালানের তৎপরতা রোধে এপিবিএন সব সময়ই তৎপর রয়েছে । বিমানবন্দর ব্যবহার করে যেকোনো চোরাচালান রোধে আমাদের কার্যক্রম অব্যাহত আছে।
এ ঘটনায় আটক নুরুল আলমের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে ১৯৭৪ এর ২৫/বি (১)(বি) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে এপিবিএন পুলিশ ।
উল্লেখ্য, এপিবিএন সূত্র জানায়, ২০২৫ সালের এখন পর্যন্ত তাদের অভিযানে মোট ২৮ কেজি ৫০৮.৩৮ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here