বিমানবন্দর ও কমলাপুর রেল স্টেশনেও টিকেট প্রত্যাশীদের উপচেপড়া ভিড়

0
237
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : পবিক্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি বুধবার থেকে শুরু হয়েছে। আসন্ন ঈদে ঘরমুখী মানুষ নারীর টানে নিজ নিজ বাড়ি ফিরতে ট্রেনের অগ্রিম টিকিট কিনতে শুরু করেছেন। এরই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো দেওয়া হচ্ছে ১ জুনের অগ্রিম টিকিট। রাজধানীর বিমানবন্দর ও কমলাপুর২৩টি কাউন্টার থেকে টিকিট দেওয়া হচ্ছে। স্টেশন থেকে দেওয়া হচ্ছে চট্টগ্রাম ও নোয়াখালীগামী ট্রেনের টিকিট। ঢাকা কমলাপুর রেল স্টেশনের মতো বিমানবন্দর রেল স্টেশনও রয়েছে নারী-পুরুষ টিকেট প্রত্যাশীদের দীর্ঘ লাইন সহ বেশ উপচেপড়া ভিড় ছিল।
ঢাকা কমলাপুর রেলওয়ে থানার ইনচার্জ (ওসি) মো: ইয়াসীন ফারুক মজুমদার আজ বৃহস্পতিবার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার সকালে বিমানবন্দর রেলস্টেশনে গিয়ে দেখা যায়, বুধবার মধ্যরাত থেকে শুরু করে আজ সকাল ১১টা পর্যন্ত আসন্ন ঈদে ঘরমুখী মানুষ টিকিট কিনতে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন টিকেট প্রত্যাশীরা। তবে, পুরুষের লাইনে উপচেপড়া ভিড় থাকলেও নারীদের লাইনে ভিড় ছিল কম। এছাড়া কমলাপুর রেল স্টেশন ট্রেনের টিকেট প্রাপ্তিদের দীর্ঘ লাইন ছিল চোখে পড়ার মতো। টিকেট যেন সোনার হরিণ আর জনসমুদ্রে পরিণত হয়েছে। প্রায় ৩ থেকে ৪ শতাধিক মানুষ টিকিটের জন্য বিমানবন্দর রেল স্টেশনে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। তবে, পুরুষদের লাইনে প্রচুর ভিড় দেখা গেছে।
বৃহস্পতিবার সকালে ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে লাইনে দাঁড়িয়েছিলেন উত্তরার নিবাসী শহিদুল ইসলাম শিশির। সে তার পরিবারের জন্য ৪টি টিকিট কিনেছেন। দীর্ঘ অপেক্ষার পর টিকিট পেয়ে সে খুবই আনন্তিত বলে জানান।
বিমানবন্দর রেল স্টেশন মাস্টার মাহামুদার রহমান জানান, আজ দ্বিতীয় দিনের মতো ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। বিমানবন্দর স্টেশন থেকে চট্টগ্রাম ও নোয়াখালীগামী সব আন্তনঃগর ট্রেনের টিকিট দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, আজ সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অগ্রিম টিকিট বিক্রি করা হবে। তবে, নির্ধারিত টিকিট শেষ না হওয়া পর্যন্ত কাউন্টার খোলা রাখা হবে। কেউ টিকিট না পেয়ে ফিরে যাচ্ছে না। বুধবার টিকিট শেষ না হওয়ায় সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত কাউন্টার খোলা ছিল।
বিমানবন্দর রেল স্টেশন মাস্টার বলেন, বুধবার ৩১ মে ও আজ বৃহস্পতিবার ১ জুনের টিকিট দেওয়া হচ্ছে। এছাড়া ২৪, ২৫ ও ২৬ মে যথাক্রমে আগামী ২, ৩ ও ৪ জুনের টিকিট দেওয়া হবে। এবার বিশেষ ৮ জোড়া ট্রেন চলাচল করবে। ঈদের দিন চালু থাকবে শোলাকিয়া স্পেশাল-১ ও শোলাকিয়া স্পেশাল-২ ট্রেন। বিশেষ এ ট্রেনগুলো আগামী ৩ জুন মধ্যরাত থেকে যাত্রা শুরু করবে।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে গিয়ে দেখা যায়, অগ্রিম টিকিট পেতে সেখানে যাত্রীদের উপচেপড়া ভিড়। সকাল থেকেই স্টেশনের ২৩টি কাউন্টার থেকে টিকিট দেওয়া হচ্ছে। এতে যেকোনও ধরনের বিশৃঙ্খলা ও অনিয়ম ঠেকাতে মাঠে নেমেছে মনিটরিং টিম ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী। পাশাপাশি জিআরপি পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্বপালন করছেন।
ঢাকা রেলওয়ের কমলাপুর স্টেশন ম্যানেজার মো. আমিনুল হক বলেন, আজ সকাল ৯টা থেকে তারা ট্রেনের অগ্রিম টিকিট দ্বিতীয় দিনের মত দেওয়া শুরু করেছেন। এখনও পর্যন্ত কোনও ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি। এখানে ২৩টি কাউন্টার থেকে টিকিট দেওয়া হচ্ছে।
বিমানবন্দর রেলস্টেশন জিআরপি পুলিশের উপ-সহকারী পরিদর্শক এএসআই মো: রবিউল ইসলাম জানান, বিমানবন্দর রেলস্টেশন গত ২ দিন ধরে ট্রেনের টিকেট বিক্রি করা হচেছ। এখানে কোন ধরনের সমস্যা হচেছনা। নারী-পুরুষ সবাই লাইনে দাঁড়িয়ে টিকেট সংগ্রহ করছেন।
বাংলাদেশ রেল সূত্রে জানা গেছে, প্রতিদিন ৭০ থেকে ৭২ হাজার টিকিট বিক্রি করবে বাংলাদেশ রেলওয়ে। সেই হিসেবে ঈদের পাঁচ দিনে ৩ লাখ ৫০ হাজার যাত্রীকে সেবা দেবে রেলওয়ে। ৯৬টি আন্তঃনগর ট্রেনের পাশাপাশি ৮ জোড়া বিশেষ ট্রেনও নামবে। ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল (এক জোড়া), চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে চাঁদপুর ঈদ স্পেশাল (দুই জোড়া), খুলনা-ঢাকা-খুলনা রুটে মৈত্রীর রেক দিয়ে খুলনা ঈদ স্পেশাল, ঢাকা-ঈশ্বরদী-ঢাকা রুটে ঈশ্বরদী ঈদ স্পেশাল, লালমনিরহাট-ঢাকা-লালমনিরহাট রুটে লালমনি ঈদ স্পেশাল, ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার রুটে শোলাকিয়া স্পেশাল-১ এবং ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে শোলাকিয়া স্পেশাল-২ চলবে। এর মধ্যে শোলাকিয়া স্পেশালগুলো ঈদের দিন সেবা দেবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here