বিমানবন্দর রেলস্টেশনে পথচারীদের রাস্তা দখল করে বাণিজ্য

0
146
728×90 Banner

মোঃরফিকুল ইসলাম মিঠু: রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে পথচারীদের রাস্তা দখল করে হকার বসিয়ে টাকা তোলার অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির সামনে ফলের দোকান,সবজি,চা বিড়ির দোকান,মাছের দোকান,জামাকাপড়ের দোকান সহ হরেক রকম দোকান।
এই সকল দোকান সন্ধ্যার পর থেকেই জমজমাট হয়ে ওঠে।রেললাইনের আশে পাশে হওয়ায় মারাত্মক ঝুকি নিচ্ছে বেচাকেনা করছে বিক্রেতা ও ক্রেতারা।
কিছুদিন পরপর এই দেকানপাট ভেঙে দিলেও একটি চক্র ফের আবার বসিয়ে চাঁদা তোলা।
জানা যায়,এই প্রতিটি দোকান হতে ৫০০ থেকে ১০০০ টাকা করে৷ প্রতিদিন নেয়া হয়। বেশ কয়েকজন মিলে এই টাকা সন্ধ্যার আগেই তোলেন।
৭০-৮০ টি মত দোকান বসে এখানে।৫০০ টাকা ১ দোকান হতে চাঁদা নিলে ৭০ টি দোকান হতে প্রতিদিন ৩৫০০০ টাকা চাঁদা তোলা হয়।আর মাসিক অংকে এই চাঁদার পরিমাণ দারায় প্রায় ১০ লক্ষ ৫০ হাজার টাকা।
জয় নামে একজন দোকানী জানান,প্রতিদিন টাকা দেই এর বেশি কিছু বলতে পারবো না।শফিক নামে এক চায়ের দোকানী জানান,রাত দিন ২৪ ঘন্টা আমার দোকান খোলা থাকে প্রতিদিন ১০০০ টাকা দেই।প্রায় ৫ বছর যাবৎ এখানে দোকানদারি করি।শুধু ভি আই পি আসলে প্রায় প্রায় ঘন্টা খানিক বন্ধ রাখি।
এই বিষয়ে বিমানবন্দরে রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ আব্দুল রউফ বলেন,আমরা উঠিয়ে দেই কিন্তু আবার বসে।
রেলওয়ে পুলিশ সুপার সাইফুল্লাহ আর মামুন বলেন বিষয় দুঃখ জনক।সত্যতা পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here