

মোঃ শাহজালাল,উত্তরা ঢাকা: ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামান বলেছেন, বিমান বাহিনী যদি যথেষ্ট সতর্ক থাকতো এবং উত্তরার ঘনবসতিপূর্ণ এলাকায় বিমান প্রশিক্ষণ পরিচালনা না করতো, তাহলে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে ভয়াবহ দুর্ঘটনা ঘটতো না। ২১ জুলাই বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনায় তুরাগ থানা বিএনপির আহবায়ক সদস্য রিপন ইসলাম ও রাজিব আহম্মেদ এর আয়োজনে সোমবার দিয়াবড়ি এরাকায় দোয়া মিলাদ ও তবারক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত্যবে তিনি এসব কখা বলেছেন। বিমান বাহিনীকে আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামীতে যেন কোন ধরনের প্রশিক্ষণ বিমান আবাসিক বা জনবহুল এলাকায় প্রশিক্ষণ না দেয়। প্রশিক্ষণ বিমানের কার্যক্রম নিরাপদ ও জনবসতি বহির্ভূত এলাকায় পরিচালনা করা উচিত, যাতে সাধারণ মানুষের জানমালের ক্ষয়ক্ষতি না হয়। এছাড়া তিনি আরও বলেন, ২১ জুলাই বিমান দুর্ঘটনায় যেসব পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করতে হবে। এ বিষয়ে তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে বিমান বাহিনীকে আহ্বান জানিয়েছেন। তুরাগ থানা বিএনপির সভাপতি হারুনুর রশিদ খোকার সভাপতিতে এবং যুগ্ম আহ্বায়ক হাজী জহিরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, উত্তরার মর্মান্তিক বিমান দুর্ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, এই দুর্ঘটনার জন্য বিমান বাহিনী এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ দুপক্ষই সমানভাবে দায়ী। তিনি বলেন, বিমান বাহিনী জনবহুল এলাকায় ঝুঁকিপূর্ণ প্রশিক্ষণ পরিচালনা করেছে, যা একেবারেই অগ্রহণযোগ্য। অন্যদিকে মাইলস্টোন স্কুল ছাত্র-ছাত্রীদের বাধ্যতামূলক কোচিং ক্লাসে রেখে দিয়েছে। তিনি মন্তব্য করেন,যদি স্কুল ছুটির পর শিক্ষার্থীরা বাড়িতে চলে যেতে পারতো, তবে তারা এই ভয়াবহ দুর্ঘটনার শিকার হতো না। মোস্তাফিজুর রহমান সেগুন আরও ক্ষোভ প্রকাশ করে বলেন, এত বড় একটি দুর্ঘটনার পরেও মাইলস্টোন স্কুল কর্তৃপক্ষ নিহতদের জন্য কোনো দোয়া মাহফিলের আয়োজন করেনি, এমনকি নিহত পরিবারের কাছে ক্ষমা পর্যন্ত চায়নি।আলোচনা সভা ও দোয়া মাহফিলে এছাড়াও বক্তব্য রাখেন তুরাগ থানা বিএনপির যুগ্ন আহবায়ক রিপন হাসান খন্দকার,বিপ্লব হোসেন দর্জি,৫৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল রানা,মাইলস্টোন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন জাহাঙ্গীর। এসময় আরও উপস্থিত ছিলেন তুরাগ থানা বিএনপির যুগ্ম আহবায়ক রফিক মোল্লা,আহ্বায়ক সদস্য আবদুল আলী,সাইদ হাসান সাগর,আলাউদ্দিন আলাল,সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের খান আবুল,সাবেক যুগ্ন সম্পাদক মোস্তফা কামাল,৫৩ নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি আবদুস সালাম,সহ-সভাপতি আইনল হক,রানাভোলা ইউনিট বিএনপির সভাপতি ইমন হোসেন মনির,ফুলবাড়িয়া ইউনিট বিএনপির সভাপতি মুজিবর মজি,ও যুবদল নেতা মাসুদ রানা সম্রাটসহ বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং মাইলস্টোন স্কুল এন্ড কলেজে নিহত ও আহত পরিবারের অভিভাবকবৃন্দ ছাত্র ছাত্রীসহ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ২১জুলাই উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে ভয়াবহ দুর্ঘটনা নিহতদের সকলের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত এবং তবারক বিতরন করা হয়।
