Daily Gazipur Online

বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব সাইদুর রহমানের ইন্তেকাল

ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ আতিকের পিতা, হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলের প্রধান উপদেষ্টা, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব সাইদুর রহমান বুধবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে হৃদরোগ জনিত কারনে ইন্তকাল করেছেন ( ইন্না….রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রি, ৫ ছেলে ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। বুধবার বাদ জোহর টংগীর ফকির মার্কেট জামে মসজিদে মরহুমার জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তাঁর মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব জাহিদ আহসান রাসেল এমপি, সংসদ সদস্য বেগম শামসুন্নাহার ভূইয়া, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান উদ্দিন সরকার, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এড. আজমত উল্লা খান, গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব আসাদুর রহমান কিরণ, জাতীয় সাংবাদিক সোসাইটির মহাসচিব নাসির উদ্দীন বুলবুল সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক, রাজনৈতিক, শিক্ষা প্রতিষ্ঠান ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।