Daily Gazipur Online

বিশেষ সেবা মাস উপলক্ষ্যে ধামরাইয়ে পল্লী বিদ্যুতের র‌্যালি

ডেইলি গাজীপুর প্রতিবেদক: বিশেষ সেবা মাস হিসেবে মাহে রমজানকে সামনে রেখে ঢাকার ধামরাইয়ে পল্লী বিদ্যুতের ধামরাই ও কুশুরা জোনাল অফিসের উদ্যোগে পৃথক পৃথক ভাবে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। ধামরাই জোনাল অফিসের ডিজিএম খালিদ মো. সালাহউদ্দিন জোয়ারদারের নেতৃত্বে মঙ্গলবারের র‌্যালিতে যোগদেন এজিএম ইনতেসার ইমন, প্রকৌশলী মনির হোসেন, প্রকৌশলী সুজন সহ পল্লী বিদ্যূতের অন্যান্য কর্মকর্তা কর্মচারী ও গ্রাহকবৃন্দ। র‌্যালিটি উপজেলা পরিষদ কার্যালয় থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঢুলি ভিটায় এসে শেষ হয়।ওদিকে কুশুরা জোনাল অফিসের উদ্যোগে ওই এলাকায় আয়োজিত র‌্যালিতে ডিজিএম মো. আঃ বারির সাথে যোগদেন এজিএম নাজমুল হক ও অন্যান্য কর্মকর্তা কর্মচারী ও গ্রাহকবৃন্দ।