বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা এককেন্দ্রিক করার দাবি

0
82
728×90 Banner

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি): গণস্বাস্থ্য হোমিও মিলনায়তনে ‘নিরাপদ জীবন চাই’ এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা এককেন্দ্রিক করার দাবিতে ১২ জুন ২০২২ জাতীয় সেমিনার অনুষ্ঠিত। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুলিশের ডিআইজি (অবঃ) বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খ্যাতিমান মানবাধিকার তাত্বিক ও সমাজবিজ্ঞানী প্রফেসর মু. নজরুল ইসলাম তামিজী। বিশিষ্ট ক্যান্সার গবেষক ডাঃ এস এম সরওয়ারের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার চেয়ারম্যান ও নির্বাহী পরিচালক লায়ন এইচ এম ইব্রাহিম ভুঁইয়া, আট-ই-ফাল্গুন সামাজিক সাংস্কৃতিক সংসদ এর প্রতিষ্ঠাতা মহাসচিব ও এসপিএন বাংলা টিভির নির্বাহী পরিচালক আজিজুল হক মিন্টু, ‘দৈনিক কালের সমাজ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাসুদ আলম, ‘দৈনিক মুক্তির লড়াই’ পত্রিকার সম্পাদক কামরুজ্জামান জনি। বক্তব্য রাখেন- পাল্কি শিল্পী গোষ্ঠীর চেয়ারম্যান আবুল বাশার বাদল, স্বাগত বক্তব্য রাখেন নিরাপদ জীবন চাই সংগঠনের সাধারণত সম্পাদক ও ক্যান্সার চিকিৎসক ডাঃ শামীমা সোমা, এফবিজিও এর অর্থ সচিব কাজী শাফিউর রহমান, সালাহ্ উদ্দিন সোহেল, ইঞ্জিনিয়ার নুরুল হক, খলিলুর রহমান রুবেল প্রমুখ। উপস্থাপনা করেন নাজমুল হাসান মিলন। সভাপতির বক্তব্যে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাঃ এস এম সরওয়ার বলেন, নিরাপদ জীবন চাই এর পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা এককেন্দ্রীক করার জন্য মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় শিক্ষামন্ত্রী এবং শিক্ষাক্ষেত্রে সংশ্লীষ্ট সকলের প্রতি এই দাবিটি বাস্তবায়ন করার জন্য জোর দাবি জানান। তিনি দাবি করে আরো বলেন পি.এস.সি, জে.এস.সি, এস.এস.সি, এইচ.এস.সি, মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা এককেন্দ্রীক হতে পারলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কেন এককেন্দ্রীক হবে না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আরো অনুরোধ করে বলেন, যে সকল শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন তাদের অভিভাবক ও শিক্ষার্থীদের ভোগান্তী ও অর্থনৈতিক ক্ষতি হয়, তাদের কষ্ট লাঘবের জন্য এই ১৮ কোটি জনগনের পক্ষ থেকে এই দাবিটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে তুলে ধরা হল। অতিদ্রুত দাবিটি বাস্তবায়ন চাই। প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ভর্তি পরিক্ষা এককেন্দ্রীক করার জন্য যে দাবিটি নিরাপদ জীবন চাই উপস্থাপন করেছেন তা সময় উপযোগী এবং সকল জণগনের দাবি। বিশেষ অতিথি লায়ন এইচ এম ইব্রাহীম ভূঁইয়া বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ভর্তি পরিক্ষা এককেন্দ্রীক করার জন্য যে দাবিটি তোলা হয়েছে তা যথাযথ যুক্তিসংগত। তার বক্তব্যে বলেন, ‘আমি অভিভাবক ছিলাম আমার ছেলের ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য আমি ৮টি বিভাগে সফর করে পরীক্ষায় অংশগ্রহন করিয়েছি। এই পরীক্ষা দিতে গিয়ে যে অর্থনৈতিক ভোগান্তির শিকার হয়েছি তা এক মাত্র আমিই জানি। আগামী দিনের শিক্ষার্থী ও অভিভাবকদের কষ্ট লাঘবের জন্য এই দাবিটি মেনে নেওয়া হোক’। মূল প্রবন্ধকার প্রফেসর মু. নজরুল ইসলাম তামিজী দুই পৃষ্ঠার একটি লেখনির মাধ্যমে সকল বিষয় দাবির স্বপক্ষে তুলে ধরেন। তা নিম্নে দেওয়া হলো:
শিক্ষায় কিছু দৃশ্যমান সাফল্য বাংলাদেশের বড় অর্জন। এই অর্জন এখন সারা বিশ্বে স্বীকৃত। আফ্রিকা বা অনগ্রসর দেশগুলো যখন শিক্ষায় ছেলেমেয়ের সমতা অর্জনে হিমশিম খাচ্ছে, তখন বাংলাদেশ প্রাথমিক ও মাধ্যমিক দুই স্তরেই ছেলেমেয়ের সেই সমতা অর্জন করে ফেলেছে। বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) তথ্য অনুযায়ী, এখন প্রাথমিকে ছাত্রীদের হার প্রায় ৫১শতাংশ, যা মাধ্যমিকে প্রায় ৫৪ শতাংশ। এটি বিশ্বে নজর কেড়েছে। আশার বিষয়, এই অর্জনের ধারা অব্যাহত আছে। এখন কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়েও ছাত্রীদের অংশগ্রহণ ক্রমাগত বাড়ছে।
শিক্ষার অনেক বিষয় মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। ১৫ বছর আগেও প্রাক্-প্রাথমিক শিক্ষা মূলধারায় ছিল না, সেটি মূলত উচ্চমধ্যবিত্ত বা উচ্চবিত্তের সন্তানদের মধ্যেই সীমাবদ্ধ ছিল, ইংরেজি মাধ্যম বা কিন্ডারগার্টেনেই কেবল প্রাক্-প্রাথমিক শিক্ষা দেওয়া হতো। এখন প্রাক্-প্রাথমিক শিক্ষা মূলধারায় অন্তর্ভুক্ত হয়েছে। ইতিমধ্যে সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ে পাঁচ থেকে ছয় বছর বয়সী শিশুদের জন্য এক বছর মেয়াদি প্রাক্-প্রাথমিক শিক্ষা চালু করা হয়েছে। কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা মুুলত ভর্তিযুদ্ধে রূপান্তরিত হয়েছে। এটা এককেন্দ্রিক হলে আমাদের অর্জনের পাল্লা আরো ভারী হবে। সমন্বিত ও এককেন্দ্রিক পদ্ধতির পরীক্ষার দাবি মূলত একই প্রশ্নপত্রে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেওয়ার দাবি। এ পদ্ধতিতে কোনো শিক্ষার্থী তার পছন্দমত যে কোন একটিতে কিংবা একাধিক বিশ্ববিদ্যালয়ে নিবন্ধন করতে পারবে। এ ক্ষেত্রে শিক্ষার্থী পরীক্ষার কেন্দ্র হিসেবে তার নিজ জেলা বা সুবিধামতো একটি স্থান বেছে নিতে পারবে। অর্থাৎ কেউ চাইলে কুমিল্লায় বসেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অথবা ঢাকায় বসেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। কে কোন বিশ্ববিদ্যালয়ের জন্য আবেদন করেছেন, সেই হিসাবে আলাদা আলাদা মেধাতালিকা করা হবে। ফলাফল যাচাই ও ফল নির্ধারণ করা হবে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের নিজেদের মানদণ্ড অনুযায়ী। এর মাধ্যমে যেমন শিক্ষার্থীরা পাবেন সুবিধাজনকভাবে কোনো রকম ভোগান্তি ছাড়াই পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ, একই সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোর নিজেদের নিয়মনীতি ও ফলাফল নির্ধারণের পদ্ধতির কোনো রকম পরিবর্তনের প্রয়োজন পড়বে না। এ পদ্ধতির পুর্ণ নিয়ন্ত্রণ করার জন্য কর্তৃপক্ষ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় দায়িত্ব পালন করবে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর প্রথম বর্ষ সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা সমন্বিত ও এককেন্দ্রিক করা এখন সময়ের দাবি। বর্তমান ব্যবস্থায় ভর্তিচ্ছু শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা এক অসম যুদ্ধে লিপ্ত হন। বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারক এবং শিক্ষকদের এ বিষয়ে ভাববার সময় এখনই। এ যুগের অসহায় অভিভাবক আর উচ্চশিক্ষা প্রত্যাশীদের বড় অংশ এ অবস্থার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরই দায়ী করেন। সাধারণ অভিভাবক আর শিক্ষার্থী যতই করুণ দশায় নিপতিত হোক না কেন, অনেকের মতে আমরা শিক্ষকরা কল্পতরু আর সুবিধার বৃক্ষ থেকে নিচে নামতে চাই না। অবশ্য অনেক শিক্ষক মনে করেন তারা পরীক্ষার মধ্য দিয়ে প্রতিটি পরীক্ষার্থীর নাড়ি টিপে টিপে যোগ্যজনকে খুঁজে বের করবেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here