Daily Gazipur Online

বিশ্ব ইজতেমার সমন্বয় সভায় সিটি মেয়র জাহাঙ্গীর নির্ধারিত সময়ের আগেই প্রস্তুতি শেষ করতে হবে

ডেইলি গাজীপুর প্রতিবেদক: আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিতব্য তাবলীগ জামাতের চার দিনের বিশ্ব ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গাজীপুর সিটি কর্পোরেশন বৃহস্পতিবার দুপুরে এক সমন্বয় সভা করেছে। সিটি কর্পোরেশনের টঙ্গী আঞ্চলিক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমন্বয় সভায় সভাপতিত্ব করেন সিটি মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। সভায় সিটির বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, আইন শৃঙ্খলা বাহিনীর ও বিভিন্ন সরকারি দফতরের প্রতিনিধিবৃন্দ ছাড়াও ইজতেমার মুরুব্বি প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এই সভায় মেয়র জাহাঙ্গীর আলম সকলের উদ্দেশ্যে বলেন, অন্যান্য বছর প্রায় দেড় মাস আগে থেকেই বিশ্ব ইজতেমার প্রস্তুতি শুরু করা হতো কিন্তু এবার মাত্র ১ সপ্তাহ আগে শুরু করতে হচ্ছে। সে কারণে সংশ্লিষ্ট সকলকে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে প্রস্ততিমূলক সকল কর্মকান্ড নির্ধারিত সময়ের আগেই শেষ করতে হবে। ১০ টি গেইট, পুলিশের ১৫ টি ওয়াচ টাওয়ার নির্মাণ, র‌্যাবের ৯ টি ওয়াচ টাওয়ার নির্মাণ, মাঠে চটের ছাউনি টানানো এবং পয়:প্রণালী, বর্জ্য নিষ্কাশন, পানি, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের ব্যবস্থাসহ নানা কাজ সম্পন্ন করতে ১১ টিম সিটি করপোরেশনের পক্ষ থেকে করে দেয় হয়েছে। তারা যেন সব দায়িত্ব গুলি আন্তরিকতার সাথে পালন করেন। এর আগে তিন দিনের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হতো। এবারই প্রথম ৪ দিনের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। এ লক্ষে গত বুধবার বিশ্ব ইজতেমা মাঠে সাদ পন্থী ও মাওলানা যোবায়ের পন্থীদের নিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এক সমন্বয়সভা করেন। এ সভায় ১০ শর্তেও মধ্যদিয়ে ইজতেমার প্রস্তুতি কাজ শুরু হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র এড. জাহাঙ্গীর আলম, জিএমপি পুলিশ কমিশনার ওয়াইএম বেলালুর রহমান ও ইজতেমা আয়োজক কমিটির শীর্ষ মুরুব্বীরাসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা। বিবদমান তাবলীগ জামাতের দু’পক্ষ তাদের স্ব-স্ব অভিপ্রায়ে ইজতেমা অনুষ্ঠানের আয়োজনের দিকে অগ্রসর হচ্ছিল।