Daily Gazipur Online

বিশ্ব ইজতেমায় টঙ্গী ওষুধ ব্যবসায়ী কল্যাণ সমিতির ফ্রি চিকিৎসা সেবা

ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গীতে ধর্মীয় সমাবেশ বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের প্রথম দিনে আগত মুসল্লীদের অনেকে আকষ্মিক বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে দীর্ঘ লাইনে দাড়িয়ে ফ্রি চিকিৎসা কেন্দ্রগুলোতে চিকিৎসা নিচ্ছেন। গতকাল শুক্রবার ফ্রি চিকিৎসা কেন্দ্র এলাকা ঘুরে দেখা গেছে টঙ্গী ওষুধ ব্যবসায়ী কল্যাণ সমিতির ক্যাম্পে মুসল্লীরা দীর্ঘ লাইনে দাড়িয়ে চিকিৎসা সেবা গ্রহণ করছেন। মুসল্লীদের স্বাস্থ্য সেবা প্রদানের জন্য ময়দানের পাশে ও মন্নু মিসল্ এলাকায় টঙ্গী ওষুধ ব্যবসায়ী কল্যাণ সমিতির ফ্রি চিকিৎসা কেন্দ্রে শুক্রবার ১৭ জানুয়ারী ৪৫ নং ওয়ার্ডের সভাপতি নাসির উদ্দীন বুলবুল এর তত্ত্বাবধানে ৪৬ ও ৪৮ নং ওয়ার্ডের ব্যবসায়ীদের ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন টঙ্গী ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি এম এ লতিফ, সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন কাজল, সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম, সহ সভাপতি খোরশেদ আলম,মোশারফ হোসেন, যুগ্ম সম্পাদক আলহাজ্ব আহসান উল্লাহ,জাহাঙ্গীর হোসেন বাবুল,কোষাধ্যক্ষ সালামত উল্লা, আইন সম্পাদক কাদিরুজামান হিরু, মো: দেলোয়ার হোসেন, শফিকুল ইসলাম, শাহজান আলী, ফারুক হোসেন,মো: আবু সাঈদ, কবির হোসেন, খলিলুর রহমান, জীবন আলী,উৎপল প্রমুখ।


এছাড়াও র‌্যাব’র ফ্রি-মেডিক্যাল ক্যাম্প,গাজীপুর সিটি কর্পোরেশন ফ্রি চিকিৎসা ক্যাম্প, গাজীপুর সিভিল সার্জন অফিস, ইন্টার ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতাল, ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ মানবাধিকার কমিশন, বাংলাদেশ হোমিও প্যাথিক বোর্ড, আঞ্জুমান মফিদুল ইসলাম, টঙ্গী প্রেসক্লাবের মিডিয়া সেন্টার, বাংলাদেশ হোমিওপ্যাথিক কলেজ, হোমিওপ্যাথিক অনুশীলন কেন্দ্র, বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় অর্ধশত ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসকরা বিনামূল্যে মুসল্লীদের চিকিৎসা সেবা ও ঔষধপত্র দিচ্ছেন। অসুস্থ্য মুসল্লীদের অধিকাংশই অতিরিক্ত শীত ও ঠান্ডা জনিত সর্দি, কাশি, ডায়রীয়া, পেটের পীড়া, আমাশয় ও শ্বাসকষ্টের রোগী। ইজতেমায় মুসল্লীদের মাঝে অনেককেই ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ফ্রি মেডিক্যাল ক্যাম্পগুলোতে আসতে দেখা গেছে। এ ছাড়া রাত ৯টা থেকে সকাল পর্যন্ত টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে শতাধিক মুসল্লিকে। জরুরী রোগীদের জন্য এ্যাম্বুলেন্স সার্বক্ষণিক চিকিৎসা সেবায় নিয়োজিত রয়েছে।