Daily Gazipur Online

বিশ্ব কবিতা দিবস পালিত

ডেইলি গাজীপুর প্রতিবেদক : কলকাতার বারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনার্থ কলেজে বিশ্ব কবিতা দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ ই মার্চ) সকালে জাগ্রত সাহিত্য পরিষদ বাংলাদেশ এর আয়োজনে কলকাতার বারাকপুর সুরেন্দ্র নার্থ কলেজ ক্যাম্পাজে বিশ্ব কবিতা দিবস পালিত হয়েছে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বারাকপুর সুরেন্দ্র নার্থ কলেজের অধ্যক্ষ ডঃ মনোজিৎ রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগ্রত সাহিত্য পরিষদের চেয়ারম্যান সিফাত রিফাত আলম।
বারাকপুর রাষ্ট্র গুরু সুরেন্দ্র নার্থ কলেজের শিক্ষক পিযুস ননদী সঞ্চালনায় উপস্থিত ছিলেন শ্রীপাত সিং কলেজের অধ্যক্ষ ডঃ কমল কৃষ্ণ সাহা, উপস্থিত ছিলেন বারাকপুর রাষ্ট্র গুরু সুরেন্দ্র নার্থ কলেজের প্রেসিডেন্ট গভার্নিং বডির সদস্য শ্রী দেব রায় চৌধুরী , জাগ্রত সাহিত্য পরিষদের সম্মানিত সদস্য আইয়ুব রানা, বারাকপুর রাষ্ট্র গুরু সুরেন্দ্র নার্থ কলেজের সহকারী শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
বিশ্ব কবিতা দিবসে কবিতা পাঠ করেন ও কবিতা সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জাগ্রত সাহিত্য পরিষদ বাংলাদেশ, এর চেয়্যারম্যান সিহাব রিফাত আলম।
এছাড়া এই অনুষ্ঠানে কবিতা পাঠ করেন বারাকপুর রাষ্ট্র গুরু সুরেন্দ্র নার্থ কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী অংকন সাহা সিং, অতনু কুমার রায়, সুপ্রতীপ দাস, বাংলা বিভাগের শিক্ষার্থী শ্রেয়া চক্রবর্তী, স্পন্দন অধিকারী, ফুড এন্ড নিউট্রিশন বিভাগের শিক্ষার্থী শম্পা ডালি, অংকিতা ব্যানার্জী ,অনগনা ব্যানার্জী প্রমুখ।