বিশ্ব ভালোবাসা দিবসে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে পোশাক ও খাবার বিতরণ

0
445
728×90 Banner

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি) : ভালোবাসার রং সবুজ ও বিশ্ব ভালোবাসা দিবস হোক সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে এই প্রতিপাদ্য কে সামনে রেখে ১৪ ফেব্রুয়ারী শুক্রবার সকাল ১০টায় পরিবেশবাদী সামাজিক সংগঠন “সবুজ আন্দোলনের” সার্বিক সহযোগিতায় সংগঠন” বনফুল” শাহবাগে বিশ্ব ভালোবাসা দিবস পালন করে। যাদুঘরের সামনে সেচ্ছাসেবী সংগঠন বনফুল’র উদ্দ্যোগে পরিবেশ বিপর্যয় রোধে জনসচেতনা তৈরি ও সুবিধা বঞ্চিত মানুষের জন্য পোশাক এবং খাবার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সবুজ আন্দোলন পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী, এন ডি এম সাংগঠনকি সম্পাদক, লায়ন নুরুজ্জামান হীরা, চ্যানেল আই সেরা কন্ঠশিল্পী অন্তর রহমান সহ বিভিন্ন পেশাজীবী এবং সবুজ আন্দোলনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ, ছাত্রফ্রন্ট নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বনফুল’র চেয়ারপার্সন জেসমিন সুলতানা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা এবছরে ভালোবাসা দিবসে সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছি। আমাদের সমাজের সকল বিত্তবান ব্যক্তি এই দিবসে দুস্থ, অসহায় মানুষের পাশে দাড়ালে কমে যাবে ধনী, দরিদ্রের বৈষম্য। আজ সুন্দরবন দিবস। আজকের দিনে আমরা আরো বলতে চাই, পৃথিবীর অন্যতম ম্যানগ্রোভ সুন্দরবনকে বাঁচাতে এগিয়ে আসি। কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে নবায়নযোগ্য জ্বালানীর ব্যবহার নিশ্চিত করলে সবুজ শ্যামল বাংলাদেশ বসবাসের উপযোগী থাকবে। তাই এবছর বনফুল সংগঠনের মাধ্যমে দাবী জানানো হয় ভালোবাসার রং হোক সবুজ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here