Daily Gazipur Online

বিসিকে লিডারশীপ ডেভলপমেন্ট প্রশিক্ষণ শুরু

ডেইলি গাজীপুর প্রতিবেদক: ঢাকার ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট স্কিটিতে শুরু হল ‘লিডারশীপ ডেভলপমেন্ট’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা। তিন দিনব্যাপী এ আবাসিক প্রশিক্ষণ যৌথভাবে আয়োজন করেছে বিসিক ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প। শনিবার সকালে উত্তরায় স্কিটি মিলনায়তনে এ কর্মশালা শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন প্রিজম প্রকল্পের টিম লিডার আলী সাবেত ও স্কিটির অধ্যক্ষ মোঃ শফিকুল আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে আলোচকরা বলেন, এ কর্মশালার মাধ্যমে বিসিক কর্মকর্তারা আরো আত্মবিশ্বাসী হবেন, নেতৃত্ব তৈরী হবে, দক্ষতার সাথে ব্যবসায় পরিকল্পনা প্রস্তুত এবং সফলভাবে চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবেন।
লিডারশীপ ডেভলপমেন্ট প্রশিক্ষণের প্রথম ব্যাচে বিসিকের ২০ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন। বিসিক কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এতে সাকসেস এন্ড ফেলিউর অব লিডারশীপ, মর্ডান লিডারশীপ, কি এলিমেন্ট অব লিডারশীপ, কমিউনিকেশন এন্ড লিডারশীপ, লিডারশীপ কেস স্টাডিসহ লিডারশীপ ডেভলপমেন্টের যাবতীয় বিষয় অন্তভূক্ত করা হয়েছে। যাতে এ প্রশিক্ষণের মাধ্যমে বিসিকে আগামীদিনের নেতৃত্ব তৈরী হয়। কর্মশালাটি পরিচালনা করছেন প্রিজম প্রকল্পের সিনিয়ার এক্সপার্ট ফেরদৌস আহমেদ। এটি চলবে ৪ জানুয়ারী পর্যন্ত।