Daily Gazipur Online

বিসিক কর্মকর্তাদের বুনিয়াদী প্রশিক্ষণ সমাপ্ত

ডেইলি গাজীপুর প্রতিবেদক: রাজধানীতে শেষ হল বিসিক ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্পের যৌথ আয়োজনে “বিসিকের নতুন কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ” শীর্ষক ১৯ দিনব্যাপী এক কর্মশালা। শুক্রবার দুপুরে উত্তরায় ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট স্কিটি মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান এবং সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চার ব্যাচের এ প্রশিক্ষণ কর্মশালার শেষ ব্যাচে বিসিকের ২৫ জন কর্মকর্তা অংশ গ্রহণ করেন। বিসিকের নতুন কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির জন্য এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিকের মার্কেটিং এবং ডিজাইন বিভাগের পরিচালক মাহবুবর রহমান, প্রমোশন বিভাগের পরিচালক খলিলুর রহমান, স্কিটির অধ্যক্ষ মোঃ শফিকুল আলম, ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্পের সিনিয়ার এক্সপার্ট এ্যন রেইনসহ শিল্প মন্ত্রণালয়, বিসিক, স্কিটি ও প্রিজম প্রকল্পের কর্মকর্তারা।
মোট ৪টি ব্যাচে প্রায় ৯৭ জন বিসিক কর্মকর্তাকে এ প্রশিক্ষণ প্রদান করে বিসিক এবং প্রিজম প্রকল্প।