বি.এন.পি-জামায়াতের দেশ-বিরোধী ষড়যন্ত্রকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

0
121
728×90 Banner

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) : অদ্য ১৯ ফেব্রুয়ারি ২০২২, শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে সম্মিলিত ওলামা সমাজের উদ্যোগে বি.এন.পি-জামায়াত কর্তৃক দেশ-বিরোধী লবিষ্ট ফার্ম নিয়োগ, মিথ্যাচার ও ষড়যন্ত্রকারীদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ড. মাওলানা আব্দুল মোমিন সিরাজী, শাইখ মুফতী আলমগীর হোসাইন, মাওলানা রবিউল আলম সিদ্দিকী, মুফতী মোঃ ছাইফুর রহমান, মাওলানা আব্দুল আলীম আজাদী, মাওলানা আব্দুস সালাম চরণপুরী, হাফেজ মাওলানা আব্দুল জলিল, মাওলানা লোকমান সাইফী, হাফেজ হাফিজুর রহমান, হাফেজ মাওলানা ওমর ফারুক, আলহাজ্ব আব্দুল মান্নান খান, হারুন-অর-রশিদ সিদ্দিকী, হাফেজ মুফতী শেখ মুখতার উদ্দিন, মাওলানা মুফতী বেলায়েত হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, যারা দেশের টাকায় লবিষ্ট ফার্ম নিয়োগ করে ষড়যন্ত্র ও মিথ্যাচার করে তারা ইসলামী শরীয়ত ও প্রচলিত আইনে অপরাধী। বক্তারা এ সকল অপরাধীদের আইনের আওতায় এনে বিচার দাবি করেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সম্মিলিত ওলামা সমাজের আহ্বায়ক হাফেজ মাওলানা সুলাইমান।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here