Daily Gazipur Online

বীর মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ্ পাঠানের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার : টঙ্গীর বিশিষ্ট সমাজসেবক ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শহীদুল্লাহ্ পাঠান মঙ্গলবার রাতে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ….রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার সকাল ১১ টায় রাস্ট্রীয় মর্যাদা প্রদানসহ আরিচপুর সরকার বাড়ি জামে মসজিদে প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয় এবং বাদ জোহর গাজীপুরের হায়দ্রাবাদ গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা নামাজ শেষে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। উল্লেখ্য, তিনি বিএনপি নেতা মামুনুর রহমান পাঠানের পিতা। তাঁর মৃত্যুতে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।