Daily Gazipur Online

বৃষ্টিতে তলিয়ে গেছে গাজীপুর সিটি: ভোগান্তিতে নগরবাসী

সুমাইয়া আক্তার আশা (গাজীপুর): সারাদেশের আকাশ গত কয়েকদিন থেকেই মেঘাচ্ছন্ন । মাঝে মাঝে বৃষ্টিও ঝড়ছে। কয়েকদিন থেকেই গাজীপুরসহ আশ-পাশের জেলায় শুরু হয় বৃষ্টি। কয়েক ঘন্টা মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে তলিয়ে গেছে গাজীপুর সিটি কর্পোরেশনর, ২৬নং ওয়ার্ড এর মুন্সিপাড়া সহ ২৮ নং ওয়ার্ডের রাস্তা-ঘাট। এতে বিপাকে পড়েছেন নগর বাসি, ভুক্তভোগী জসিম উদ্দিন জানান, বৃষ্টির পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট, সামান্য বৃষ্টি হলেই হাঁটু সমান পানি জমে যায়, ড্রেনে ময়লা আটকে থাকায় পানি বের হতে না পারায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

মদীনা পড়া,পুর্ব-আরিচপুর,টঙ্গী – গাজীপুর

অনেকের ঘরে পানি ঢুকে গেছে। বৃষ্টির পানি আটকে যাওয়ার কারণে আমাদের খুব সমস্যা হচ্ছে। ভুক্তভোগী কাঠ ব্যাবসায়ী সুরুজ মিয়া জানান, বৃষ্টি হলে পনি জমে দোকানে প্রবেশ করার কারনে দোকানের মালামালের ক্ষতি হচ্ছে । এলাকায় বেশির ভাগ মানুষ নিম্নআয়ের। প্রয়োজনের তাগিদে হাঁটু সমান পানিতে ভিজে বের হতে হচ্ছে । এমন পরিস্থিতিতে মহানগর বাসি খুবই ভোগান্তিতে রয়েছেন। এবিষয়ে গাজীপুর সিটি কর্পোরেশনর ২৫,২৬ও২৭ নং ওয়ার্ডের কাউন্সিলর খন্দকার নুরুন্নাহার জানান, পানি নিষ্কাশনের জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সিটি কর্পোরেশনের কর্মীরা পানি নিষ্কাশনের কাজ করে যাচ্ছে । খুব দ্রুতই এ সমস্যার সমাধান হবে বলে তিনি আশ্বস্ত করেন।