

ডেইলি গাজীপুর প্রতিবেদক : একটু বৃষ্টি হলেই টঙ্গী স্টেশন রোড থেকে টঙ্গী বাজার বাসস্ট্যান্ড পর্যন্ত খানাখন্দে ভরা মহাসড়ক চলাচলে অনুপযোগী হয়ে যায়। এতে সড়কে খানাখন্দে পানি জমে যানবাহন ও সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগে পড়েন।
সরেজমিন দেখা যায়, টঙ্গী স্টেশন রোড থেকে টঙ্গী বাজার বাসস্ট্যান্ড পর্যন্ত ফ্লাইওভারের নিচে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পানি জমে যায়। মহাসড়কের এই অংশের মিতালী পাম্প, বাসস্ট্যান্ড, বড় মসজিদ হয়ে তুরাগ নদীর বেইলি সেতু পর্যন্ত বেহাল অবস্থা।সড়কে খানাখন্দে পানি জমে যানবাহন ও সাধারণ মানুষের যাতায়াত অসহনীয় হয়ে উঠেছে।
স্থানীয়রা বলছেন, টঙ্গী একসময় পৌরসভা ছিল আর এখন গাজীপুর সিটি কর্পোরেশনের অংশ। বর্তমানে জনপ্রতিনিধি না থাকায় রাস্তার বেহাল দশা দেখার কেউ নেই।
টঙ্গীর স্থানীয়রা বলেন, বৃষ্টির কারণে টঙ্গী বাজার বাসস্ট্যান্ড থেকে টঙ্গীর তুরাগ নদীর বেইলি সেতু পর্যন্ত মহাসড়ক এখন অচল।এতে সাধারণ মানুষ থেকে শুরু করে গণপরিবহনও যাতায়াত করতে পারছে না।
এ বিষয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ( টঙ্গী অঞ্চল) এ কে এম জহিরুল ইসলাম বলেন, মহাসড়ক আমাদের নয়। সড়ক ও জনপদ এ সমস্যার সমাধান করবে।
