বৃহস্পতিবার থেকে চলবে ট্রেন সহ সকল গণপরিবহন,খুলবে দোকানপাট-শপিংমল,বসবে পশুরহাট

0
127
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: আগামী বৃহস্পতিবার (১৫ জুলাই) থেকে চলমান বিধি-নিষেধ শিথিল করতে যাচ্ছে সরকার। ঈদ সামনে রেখে দোকানপাট-শপিংমল এবং গণপরিবহনও সীমিত পরিসরে চালুর চিন্তা করা হচ্ছে। আর ১৫ জুলাই থেকে রাজধানীতে পশুরহাট বসানোরও অনুমতি দেওয়া হয়েছে।
সোমবার (১২ জুলাই) বিকেল বা সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করতে পারে বলে জানান কর্মকর্তারা।
মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা বলেন, ঈদ সামনে রেখে গণপরিবহন ও শপিংমল খোলা রাখার সরকারের একটি চিন্তা-ভাবনা রয়েছে। এ সংক্রান্ত সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। তবে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে এখনো কোনো ফাইল আসেনি।
মন্ত্রিপরিষদ বিভাগের ওই কর্মকর্তা আরও জানান, ১৫ জুলাই থেকে ৭-৮ দিন বিধিনিষেধ শিথিল করার চিন্তা আছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের জানান, ঈদের সময় গরু ব্যবসায়ী, দোকান মালিকদের কথা বিবেচনা করেই সরকার লকডাউনের ব্যাপারে সিদ্ধান্ত নেবে। প্রজ্ঞাপনে বিষয়টি পরিস্কার করা হবে।
ট্রেন চলবে বৃহস্পতিবার থেকে
স্বাস্থ্যবিধি মেনে আগামী বৃহস্পতিবার (১৫ জুলাই) থেকে অর্ধেক আসনে যাত্রী নিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে।
সোমবার (১২ জুলাই) রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
একই সঙ্গে মঙ্গলবার বিকেল থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে। এর আগে বাংলাদেশ রেলওয়ের এক বিজ্ঞপ্তিতেও এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ জুলাই থেকে স্বাস্থ্যবিধি মেনে ৫০ শতাংশ আসন খালি রেখে ট্রেন চলাচল করবে।
ট্রেনযাত্রীদের বিশেষ নির্দেশনার মধ্যে রয়েছে- কোনো প্রকার ভাড়া বাড়ানো হবে না। প্রতিটি ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে। নন কম্পিউটারাইজড স্টেশনের টিকিট ওই স্টেশন কাউন্টার থেকে কিনতে হবে। সব অগ্রিম টিকিট যাত্রার ৫ দিন আগে কিনতে পারবেন। অনলাইনে কেনা টিকিট ফেরত দেওয়া যাবে না।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কমিউটার ট্রেনের টিকিট যথারীতি নির্দিষ্ট বক্স কাউন্টার থেকে দেওয়া হবে। আসনবিহীন টিকিট বিক্রি বন্ধ। তাই অযথা কাউন্টারে ভিড় করা থেকে বিরত থাকুন। ট্রেনে ভ্রমনিচ্ছুক যাত্রীদের নিজ নিজ টিকিট নিশ্চিত করেই কেবল ট্রেনে ভ্রমণের জন্য অনুরোধ করা হলো। টিকিটবিহীন কোনো যাত্রী স্টেশনে প্রবেশ বা ট্রেনে ভ্রমণ করতে পারবেন না।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here