বেগম জিয়ার মুক্তি: প্রধানমন্ত্রীকে ধন্যবাদ না দেয়াটা বিএনপির রাজনৈতিক দৈন্যতা

0
175
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : বয়স ও মানবিক বিবেচনায় দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়েছে সরকার। মুজিব বর্ষে দুর্নীতিবাজ নেত্রীকে মুক্তি দিয়ে যখন সরকার সকলের প্রশংসা কুড়চ্ছে, তখন বিএনপি নেতারা মুখে কুলুপ এঁটেছেন। প্রধানমন্ত্রী ও সরকারকে ধন্যবাদ দিতেও কার্পণ্যবোধ করছেন। যার কারণে বিএনপি নেতাদের কঠোর সমালোচনায় মেতেছেন সমাজের সকল শ্রেণীর মানুষ।
সেই ধারাবাহিকতায় দণ্ডিত নেত্রীর সাজা স্থগিত করে মুক্তির ব্যবস্থা করায় বিএনপির পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ না জানানোর মধ্য দিয়ে দলটির রাজনৈতিক দৈন্যতাই প্রকাশ হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামি গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়াল। মঙ্গলবার (২৪ মার্চ) রাতে এক বিবৃতিতে সাবেক এই সাংসদ এ কথা বলেন।
এম এ আউয়াল বলেন, ‘খালেদা জিয়ার মুক্তির বিষয়ে সরকারি সিদ্ধান্ত জানার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোনোভাবেই সরকারের প্রতি ধন্যবাদ জানানোর প্রয়োজন মনে করলেন না। অথচ আইনমন্ত্রী আনিসুল হক খুব পরিষ্কার করেই বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিকভাবে একজন বয়স্ক মানুষ হিসেবে খালেদা জিয়ার মুক্তির বিষয়টি বিবেচনা করেছেন। এই বিবেচনাবোধই বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনাকে অবিস্মরণীয় করে রেখেছে।’
তিনি বলেন, ‘দুর্নীতি মামলায় সাজা পাওয়া খালেদা জিয়াকে মুক্ত করতে তার দল বিএনপি গত দুই বছর ধরে ব্যর্থ হয়েছে। এই দুই বছরে খালেদা জিয়াও বুঝতে সক্ষম হয়েছেন তার দল বিএনপি তার মুক্তিতে কতটা ব্যর্থতার পরিচয় দিয়েছে। আইনমন্ত্রী জানিয়েছেন, তার (খালেদা জিয়ার) পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তার মুক্তি প্রার্থনা করেছেন। সেক্ষেত্রে এই সিদ্ধান্তের মধ্য দিয়ে এটাই প্রমাণিত হয়েছে, রাষ্ট্রনায়ক হিসেবে বর্তমান প্রধানমন্ত্রী বাংলাদেশের আশু রাজনৈতিক পরিবেশ নিয়ে কতটা আন্তরিক। তার এই সিদ্ধান্ত কেবল মানবিকতাই নয়, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে থাকবে।’

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here