Daily Gazipur Online

বেগম রোকেয়া স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল

ডেইলি গাজীপুর প্রতিবেদক: বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল মানবকল্যাণে বিশেষ অবদান রাখায় ‘বেগম রোকেয়া স্মৃতি পদক-২০২০’ এ ভূষিত হয়েছেন। বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির উদ্যোগে ১০ ডিসেম্বর বিকেলে ঢাকার ১২ পুরানা পল্টনস্থ, এল মল্লিক কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন আনুষ্ঠানিকভাবে তাকে এই পদক ও সনদপত্র প্রদান করেন।
সংগঠনের চেয়ারম্যান অধ্যাক্ষ এম শরিফুল ইসলাম এর সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, লায়ন মোঃ গনি মিয়া বাবুল দীর্ঘদিন যাবত বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের মাধ্যমে ও ব্যক্তিগতভাবে আর্তমানবতার সেবায় নিয়োজিত রয়েছেন। ইতিমধ্যে তিনি মানবসেবায় বিশেষ অবদান রাখায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ‘মেলভিন জোন ফেলো-এমজেএফ’ উপাধিসহ শতাধিক জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হয়েছেন। তিনি তার নিজ জন্মস্থান গাজীপুর জেলার শ্রীপুরে স্কুল, মসজিদ, মাদ্রাসা, শিশু ও গণশিক্ষা কেন্দ্র, পাঠাগার প্রভৃতি জনহিতকর প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় মূখ্য ভূমিকা পালন করে আসছেন। তিনি উক্ত পদকে ভূষিত হওয়ায় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ তাকে অভিনন্দন জানিয়েছেন।